অবতরণিক । tبه له মুক্তার বেধ ও রত্নের পরিকল্ম বা পাকা পাথর কাটা সামান্য শিল্পের বিষয় নহে । ইচ্ছা করিলেই উহা সম্পন্ন করা যায় না । কোন মহাপুরুষ যে সৰ্ব্বাগ্রে মুক্তার বেধ ও পাকা পাথর কাটিবার কৌশল উদ্ভাবন করিয়াছিলেন, তাহ আর এক্ষণে জানিবার উপায় নাই। ফল, উক্ত কৌশল যে অনুন দ্বিসহস্ৰ বৎসর পূর্বের লোকের জ্ঞাত ছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। বৃহৎসংহিতা গ্রন্থে “টঙ্ক’ নামক পাষাণ-বিদারণ যন্ত্রের বর্ণনা আছে। সেই টঙ্ক-যন্ত্র অদ্যাপি প্রকারাস্তরে ব্যবহৃত হইতেছে। ভরতথওঁীয় আর্য্য মহাপুরুষেরা যে এক সময়ে সুসমৃদ্ধ, সুসভ্য ও শিল্পনিপুণ ছিলেন, তাহ এই রত্ন শাস্ত্রের দ্বারা সপ্রমাণ হয়। যে শাস্ত্রের দ্বারা ভারতভূমির পূর্বমহিমা বা প্রাচীন গৌরব প্রকাশ পায়, সে শাস্ত্রের আলোচনা না করা ভারতবাসীদিগের পক্ষে বিড়ম্বনার বিষয় সন্দেহ নাই । ইহা ভাবিয়াই আমি বহুব্যয় ও বহুপরিশ্রম স্বীকার করিয়া এই ক্ষুদ্র পুস্তকখানি প্রচারিত করিলাম । 失8
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।