রত্ন-রহস্ত । يه) কাম্বোজদেশীয় হস্তিকুম্ভে যে মুক্ত জন্মে, তাহার আকার ঠিক্ গোল নহে । তাহার গঠন আমলকী ফলসদৃশ, ওজনে ভারী, পিঞ্জরবর্ণ, ছায়া বা কাস্তি অতি অল্প, অর্থাৎ কিঞ্চিৎ পরিমাণে ছায়া অাছে এবং অল্পকিরণও আছে । অগ্নিপুরাণ বলেন যে, “নগদন্তভবাশ্চাগ্রাঃ" হস্তীর দন্তকোষসমুৎপন্ন মুক্ত অতি শ্রেষ্ঠ বস্তু । সর্পমণি বা ফণিমুক্ত । সকল সৰ্পের মস্তকে মণি উৎপন্ন হয় না । কিরূপ সপের মস্তকে মণি হয়, তাহা বলা যাইতেছে। “ভুজঙ্গমস্তে বিযবেগতৃপ্তাঃ শ্ৰীবাস্থকেবংশভবাঃ পৃথিব্যাম । কচিৎ কদাচিং খলু পুণ্যদেশে তিষ্ঠন্তি তে পশ্যতি তান মনুষ্যঃ ॥” যে সকল সপের মস্তকে প্রস্তর হয়, তাহারা আপনার বিষবেগে পরিতৃপ্ত থাকে । ইহার বাসুকি-নাগের বংশে উৎপন্ন। পৃথিবীর কোন কোন পুণ্য স্থানে কখন কখন সেইরূপ সৰ্প মনুষ্যেরা দেখিতে পায় । “তক্ষকবাস্থকিকুলজঃ কামগমা যে চ পশ্লগাঃ । তেষাং স্নিগ্ধা নীলস্থ্যতয়ো ভবস্তি মুক্তাঃ ফণস্যাস্তে ॥” বৃহৎসংহিতা । যে সকল সৰ্প বাহুকি কি তক্ষকের বংশে জন্মগ্রহণ করিয়াছে এবং ইচ্ছানুরূপ গমনাগমন করিতে সক্ষম, তাহদের ফণার প্রাস্তপ্রদেশে স্নিগ্ধনীলবণের মুক্তা জন্মে । লক্ষণ । “ফণিজং বৰ্ত্ত লং রম্যং নীলচ্ছায়ং মহাদ্বতি । পুণ্যহীন ন পশ্যস্তি বাস্থকে: কুলসম্ভবম্ ॥” ফণিজাত মুক্ত দেখিতে অতি সুন্দর, বৰ্ত্তল অর্থাৎ গোল, নীলাভ এবং অত্যন্ত দীপ্তিমান। অপুণ্যবান ব্যক্তি বাসুকিবংশীয় সৰ্প দেখিতে পায় না ; সুতরাং তদ্বংশধর-ফণি-জাত-মুক্ত তাহদের নিকট দুলভ । - - ১৭৪
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।