পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । ১৩ মেঘবিশেষে যে মুক্ত জন্মে তাহ অত্যন্ত গুচি অর্থাৎ শুভ্রবর্ণ। গজমুক্ত কিছু পাটলবর্ণ কিন্তু ভাস্বর। মৎস্যজমুক্ত শ্বেতবর্ণ কিন্তু তাহার কিরণ অল্প। ফণিজমুক্ত নীলবর্ণ অথচ ভাস্বর। বংশোৎপন্ন মুক্ত হরিৎ ও শ্বেতের মিশ্রণে যে বর্ণ হয় সেই বৰ্ণবিশিষ্ট হয় । শঙ্খজ-মুক্ত । শঙ্খজ-মুক্ত কিরূপ ? তাছাও বলা যাইতেছে। "শঙ্খোদ্ভবং শশিনিভং বৃত্তং ভ্রাজিষ্ণরুচিরস্থ ।" বৃহৎসংহিতা । শঙ্খোৎপন্ন মুক্ত চন্দ্রকিরণের বা কপূরের স্তায় শুভ্রবর্ণ, সুগোল, দীপ্তিযুক্ত ও মনোহর । o “যে কম্ববঃ শাঙ্গ মুখবিমর্ষপীতস্য শঙ্খ প্রবরস্ত গোত্রে। স্তান্মোক্তিকানমিহ তেষু জন্ম তল্লক্ষণং সম্প্রতি কীৰ্ত্তয়ামঃ ॥” “স্বযোনিমধ্যচ্ছবিতুল্যবর্ণং শঙ্খাৎ বৃহৎকেলিফলপ্রমাণম্।” শঙ্খগর্ভে যে মুক্ত জন্মে তাহার বর্ণ শঙ্খের অভ্যন্তরভাগের বর্ণের ন্যায় এবং উহার প্রমাণ বৃহৎবদরীফলতুল্য ; অর্থাৎ বড় বড় কুলফলের ন্যায়। “বর্ষেপলসমং দীপ্ত্য পাঞ্চজন্তকুলোদ্ভবম্ । কপোতাও প্রমাণং তৎ অতিকান্তি মনোহরম ॥” যে সকল শঙ্খ পাঞ্চজন্য নামক শস্থের বংশে জন্মিয়াছে তাহদের গর্ভে যে মুক্ত জন্মে, তাহ কপোতপক্ষীর ডিম্বের ন্যায় বড় এবং তাহ বর্ষোপল অর্থাৎ করকার ন্যায় দীপ্তিবিশিষ্ট । “মশ্বিন্যাদিকনক্ষত্রে যে জাতঃ কম্বব শুভাঃ । মৌক্তিকং তেষু জাতহি সপ্তবিংশতিভেদভাক ৷” “শুক্লাশুক্লাঃ পীতরক্তাঃ নীল লোহিতপিঞ্জরাঃ । আকর্কর পাটলাশ্চ নব বর্ণ প্রকীৰ্ত্তিতা " “মহম্মধ্যলঘূন্মানৈঃ সপ্তবিংশতিধ ভবেৎ। ক্রমতস্তেষু বিজ্ঞেয়ং নক্ষত্ৰেষু মনীষিভিঃ ॥” >。