রত্ন-রহস্ত । &め “ঈষৎ গুমঞ্চ রুক্ষঞ্চ কোঁবেরোদভবমোক্তিকম্।” “বিষমং কৃষ্ণং শ্বেতং লঘু কেীবেরং প্রমাণতেজোবৎ ” বৃহৎসংহিতা । কেীবের দেশীয় আকরেৎপন্ন মুক্তাফল ঈষৎ শুণমবর্ণ অথবা কৃষ্ণশ্বেতবর্ণ হয়। লঘু ও রুক্ষ হয় ; কিন্তু প্রমাণ ও তেজোহীন নহে অৰ্থাৎ নিতান্ত ক্ষুদ্র হয় না, কিঞ্চিৎ জ্যোতিও থাকে। পাণ্ডাদেশীয় মুক্তর লক্ষণ এই যে,— “পাণ্ডাদেশোদ্ভবং পা ধু।” “নিম্বফল ত্রিপুট ধান্তক চূর্ণঃ স্থ্য: পাগু্যবাটভবঃ ” বৃহৎসংহিত । পাণ্ড বা পণ্ড্যিবাট দেশীয় মুক্তর বর্ণ পাণ্ডুর এবং গঠন নিম্বফল সদৃশ । ত্রিপুট ও ধান্তাকার ও ক্ষুদ্র ক্ষুদ্রও হয়, অর্থাৎ তহি ভূগোল নহে । বিরাটদেশীয় মুক্তার লক্ষণ যথা— “সিতং রুক্ষং বিরাটজম।” শব্দকল্পদ্রুম । বিরাটদেশীয় মুক্তার বর্ণ শুভ্র এবং রুক্ষ অর্থাৎ ল{লণ্যহীন । বৃহৎসংহিতায় ইহার কোন প্রসঙ্গই নাই । এই সকল মুক্ত ভিন্ন বৃহৎসংহিতা গ্রন্থে হৈম অর্থাৎ হিম প্রধানদেশীয় মুক্তার বিষয় লিখিত হইয়াছে যথা— “লঘু জর্জরং দধিনিভং বৃহৎ বিসংস্থানমপি হৈমম।” হৈম-মুক্ত সকল লঘু (হালক), ও জর্জর অর্থাৎ জীর্ণপ্রায় দধির ছায় বর্ণযুক্ত ও বড় বড় হয়, ছোট ছোটও হয় । “রুক্মিণী’ নামক এক জাতি শুক্তি আছে । ত{হাতে প্রায় মুক্ত জন্মে না । যদি জন্মে তবে তাহা সৰ্ব্বোৎকৃষ্ট হয়। রত্ন-তত্ত্ববেত্ত্বগণ এই জাতীয় মুক্তকে দুর্লভ বলিয়। বর্ণনা করিয়াছেন যথা— “রুক্মিণ্যখ্য তু যা শুক্তিস্তৎপ্রস্থতিঃ সুতুলভ । তত্ৰ জাতং সিতং স্বচ্ছং জাতীফলসমং ভবেৎ ॥ ծbr:Տ
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।