পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·象8 রত্ন-রহস্ত । এক্ষণে ভিন্ন ভিন্ন শ্রেণীর মুক্তার যে সকল গুণাগুণ বর্ণনা আছে, সে সকলের প্রতি মনোনিবেশ করা যাউক । মুক্তার সাধারণ গুণ ও দোষ । মৎস্তপুরাণের মতে মুক্তাফলের গুণ প্রধানতঃ ৮ আটট এবং দোষও প্রধান কল্পে ১০টি। তন্মধ্যে ৪টি মহাদোষ এবং ৬টি মধ্যম দোষ । ইহার মধ্যে অগ্ৰে গুণগুলির বর্ণনা করা যাইতেছে। গুণগুলি বল হইলে পশ্চাৎ দোষের বিষয় বর্ণিত হইবেক । গুণ যথা-- “সুতীরঞ্চ ১ সুবৃত্তঞ্চ ২ স্বচ্ছঞ্চ ৩ নিৰ্ম্মলন্তথা ৪ । ঘনং ৫ স্নিগ্ধঞ্চ ৬ সচ্ছায়ং ৭ তথাহফুটিত ৮ মেব চ। ‘অষ্ট্রে গুণাঃ সমাখ্যাত মৌক্তিকানামশেষতঃ ।” মৎস্তপুরাণ । রত্নতত্ত্ববিৎ পণ্ডিতেরা মুক্তাফলের যে ৮টি মহাগুণ নির্ণয় করিয়াছেন, তাহার প্রত্যেকের নাম এই—স্থতার (১) সুবৃত্ত (২) স্বচ্ছ (৩ নিৰ্ম্মল (৪) ঘন (৫) স্নিগ্ধ (৬) সচ্ছায় ৭) ও অস্ফুটিত (৮। “সুতার” নামক গুণ কাহাকে বলে ? তাহ শুন— “তারকান্থতিসংকাশং সুতারমিতি গদ্যতে।” গগনমণ্ডলস্থ তারকারাজির দ্যায় ট্যুতিবিশিষ্ট হইলে, মুক্তার সে গুণটির নাম “সুতার ” এই মুতার মুক্ত অতি দুর্লভ সুবৃত্ত গুণ কি ? তাহাও উক্ত হইয়াছে যথা— - “সৰ্ব্বতোবৰ্ত্ত লং যচ্চ সুবৃত্তং তন্নিগল্পতে।” যাহা সকল দিকে সমান সুগোল তাহ “সুবৃত্ত ।”* স্বচ্ছ-গুণের লক্ষণ এই যে,—“স্বচ্ছংদোষবিনিম্মুক্তং ।” অর্থাৎ চারি প্রকার মহাদোষ ও ছয় প্রকার মধ্যম দোষ না থাকিলে তাহ “স্বচ্ছ’’ আখ্যা প্রাপ্ত হয়। নিৰ্ম্মলগুণ কি ? তাহাও শুন—“নিৰ্ম্মলং মলবর্জিতং ।” মলরহিত হইলেই তাহ ”নিৰ্ম্মল ;” ইহা সকলেই বিদিত আছেন।

  • মুক্তাফলের গঠন নানাপ্রকার ( নিম্বফল, চিপিটক, ধান্ত প্রভৃতি ) হইয় থাকে, তন্মধ্যে স্ববৃত্তগুণের মুক্ত অতি মুল্যবান ।

১৯২