পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । २$ ৭ ফ্র্যপ্র— “ত্রিকোণং ত্রাশ্রমাখ্যাতং সৌভাগ্যক্ষয়কীরকম্।” ত্রিকোণাকারে যে মুক্তার গঠন নিষ্পন্ন হয়, তাহ “ত্র্যশ্র” নামে খ্যাত। ত্র্যশ্ৰ মুক্ত সৌভাগ্যের হানিকর । レ奪*ー "দীর্ঘং যন্তং রুশং প্রোক্তং প্রজ্ঞাবিধ্বংসকারকম।” দীর্ঘাকার মুক্ত “কুশ’ সংজ্ঞ প্রাপ্ত হয়। এই মুক্ত বুদ্ধিনাশক বলিয়া প্রসিদ্ধ, সুতরাং ইহাও অগ্রাহ্য । ৯ ক্লশপাশ্ব — - “নির্ভগ্নমেকতে যচ্চ কুশপাশ্বং তদুচ্যতে ।” যাহার কোন এক প্রদেশ বা অংশ ভগ্ন বা ভগ্ন প্রায় অথবা বক্র বা বন্ধুর, তাহাকে “কৃশপাশ্ব” বলা যায়। এই ক্লশপাশ্ব মুক্তাও নিন্দনীয়।

  • ১ ও মর্ত্ত—

“অবৃত্তং পিড়কোপেতং সৰ্ব্বসম্পত্তিহারকম্।” পিড়কাযুক্ত * মুক্তাফল “অ বৃত্ত” নামে ব্যবহৃত হয়। এই অবৃত্তমুক্ত ধারণ করিলে সকল সম্পত্তি নষ্ট হয়। “ঘদ্বিচ্ছায়ং মোক্তিকং বাঙ্গকায়ম্ শুক্তিম্পর্শং রক্তত{ঞ্চতিধত্তে । মৎস্তাক্ষঙ্কিংরক্ষমুত্তাননমং নেতৰ্দ্ধার্য্যং ধীমতা দোষদায়ি ॥” যে মুক্তায় দুই প্রকার ছায়া বা বর্ণ থাকে, যাহার অবয়ব বিকল, যাহার গাত্রে শুক্তির অংশ থাকে, যাহা অতি রক্তবর্ণ, যাহা মৎস্তচক্ষুচিহ্নে অঙ্কিত, যাহ রুক্ষ যাহা উত্তান অর্থাৎ উচু, যাহা নম্র অর্থাৎ নেওল, বুদ্ধিমান ব্যক্তি এরূপ মুক্ত ধারণ করিবেন না । যেহেতু উক্তরূপ মুক্ত ধারণ করিলে দোষ হয়। এরূপ মুক্ত সকল কেবল ঔষধের জন্তই গৃহীত হয়, ধারণের জন্য নহে। অতঃপর বক্তব্য এই যে, মুক্তাসম্বন্ধে গুণ ও দোষ—যাহা পুরাতন রত্নতত্ত্ববিৎ পণ্ডিতেরা নিৰ্ব্বাচন করিয়া গিয়াছেন, তাহার সমুদয় সঙ্কলন করা দুঃসাধ্য ও

  • ফুসকুড়ির স্থায় চিহ্নকে পিড়কা বলে ।

డిసె