পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Φίν রত্ন রহস্ত । “এতদ্বগুণযুক্তানাং ধরণস্থতানাং প্রকীৰ্ত্তিতং মূল্যম্। পরিকল্প্যমন্তরালে হীন গুণীনাং ক্ষয়; কাৰ্য্যঃ ॥” “কৃষ্ণশ্বেতকপীতকতাম্রাণামীষদপি চ বিষম নাম । ত্র্যংশোনং বিষমকপীড়য়েশ্চি ষড়, ভাগদলহীনম্ ॥” তিন রতি প্রমাণ একটা গুণযুক্ত মুক্তার মূল্য ৫০ রূপক ; আর অৰ্দ্ধহীন তিন অর্থাৎ ২॥• গুঞ্জ পরিমিত একটা গুণান্বিত মুক্তার মূল্য ৩৫ রূপক । ( এই রূপক তৎকালের এক প্রকার রৌপ্যমুদ্র ) । ১ পলের ১০ ভাগের এক ভাগের নাম ধরণ । এই ধরণ যদি ১৩ ভাগাম্বিত হয় তবে তৎপরিমিত একটা সুন্দর মুক্তর (ওজনে) মূল্য ৩২৫ রূপক । ইত্যাদি ক্রমে ওজনের নুনাধিক্য অনুসারে মূল্যের নুনাধিক্য প্রদর্শিত হইয়াছে। অবশেষে বলা হইয়াছে যে, উত্তম গুণযুক্ত মুক্তার পরিমাণ ক্রমে কথিতপ্রকারে মূল্য নির্দিষ্ট করিবে। পরন্তু তাহার অন্তরাল অর্থাৎ মধ্যবৰ্ত্তী পরিমাণগুলিতে উক্ত নিয়মের ভাগহারক্রমে মূল্য কল্পনা করিবেক এবং গুণের হীনতা অনুসারে মূল্যেরও অল্পত নির্দেশ করিবেক । কৃষ্ণ, শ্বেত, ( লাবণ্যহীন শ্বেত ), পীত, তাম ও বিষম ( অর্থাৎ যাহা সুগোল নহে ) মুক্তার মূল্য উত্তম মূল্য হইতে তিন ভাগের এক ভাগ হীন হইবেক এবং অপূর্ণ ও অল্পবিষম ও পীড়কাযুক্ত হইলে ৬ ভাগের এক ভাগ হীন মূল্য করিবেক । ভোজকৃত যুক্তিকল্পতরু গ্রন্থে লিখিত আছে যে,— “স্বক্ষাতিস্তক্ষোত্তমমধ্যমানং যন্মৌক্তিকানামিছ মূল্যমুক্তম্। তজ্জাতিমাত্রেণ ন জাতু কাৰ্য্যং গুণৈরহীনস্ত হি তৎপ্রদিপ্তম্ ॥” মদ্ভুক্ত রত্নশাস্ত্রে স্বক্ষ, অতিস্থঙ্ক, উত্তম ও মধ্যমাদি মুক্তার বেরূপ মূল্যাবধারণ করা হইল, তাহ, যে সে মুক্তার জন্ত নহে। মুক্তার যে সকল গুণ বর্ণিত হইয়াছে, যদি সেই সকল গুণ থাকে, তবেই সে মুক্ত নিৰ্দ্ধারিত মূল্যে বিক্রীত হওয়ার যোগ্য । “যন্ত,চন্দ্রাংগুসংকাশমীষদ্বিম্বফলাকৃতি । স্বমূল্যাৎ সপ্তমং ভাগমবৃত্তত্বল্পভেত তৎ ॥” যে মুক্ত চন্দ্রাংশু অর্থাৎ জ্যোৎস্নার দ্যায় মধুরশুভ্রবর্ণযুক্ত, কিন্তু আকৃতি ঈষৎ বিম্বফলের ন্যায় অর্থাৎ স্থগোল নহে, সে মুক্তার মূল্য নির্দিষ্ট মূল্যের সপ্তমভাগের এক ভাগ । ३ a *