পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্য । 'o “ক্রোষ্ট কোল ফলাকারে দ্বাদশষ্টান্ধিগুঞ্জকা । পদ্মরাগস্থলয়তি যথাপুৰ্ব্বং মহাগুণঃ ” ক্রেষ্টকোল অর্থাৎ শৃগালবদর, যাহার বঙ্গভাষা “শুকুল” সেই শাকুলের সধান দৃশ্য একটি পদ্মরাগ ১২, ১০, ৮, কি ৭ গুয়ার সহিত তুলিত অর্থাং ওজণ হইতে পারে। তাহ হইলে তাহারা পূৰ্ব্বপুৰ্ব্বক্রমে মহাগুণ বলিয়া গণ্য হইবে। ওজনে ভারি হওয়াই যে একটি মহাগুণ তাহ পূর্বেই বলা হইয়াছে। “বদরীফলতুল্যে যঃ স্বরদিক্ বসুমাষক: । তথা ধাত্ৰীফলত্রিংশদ্বিংশতিদ্ব্যঃমাষকঃ ॥” বদরী অর্থাৎ কুল । দেখিতে কুলের মত একটি মাণিক, ওজনে ১৪, ১০, ৮, মাষ হইতে পারে। এইরূপ ধাত্রী অর্থাৎ দেখিতে আমলকী ফলের মত একটি মাণিক ৩০ ও ২০ ও ১৬ মাষা পৰ্য্যস্ত হইতে পারে । এখানেও যে যত ভারি সে তত ভাল ইহা বুঝিতে হইবেক । “বিম্বফলসমকারে বস্তুষট্দশতোলকঃ । অতঃপরং প্রমাণেন মানেন চ ন লভ্যতে ॥” “যদি লভ্যেত পুণ্যেন তদা সিদ্ধিমবাপ্পয়াৎ।” * বিম্বফলের সমানাকার একটি মাণিক্য গুরুত্বে ৮, ৬, ও দশ তোলা হইতে পারে । কি প্রমাণে কি মানে ইহার অধিক হয় এরূপ মাণিক্য লাভ হয় না । যদি কেহ কখন পুণ্যবলে লাভ করিতে পারেন, তৰে তিনি অষ্ট্রসিদ্ধি লাভ করিবেন, বল যাইতে পারে । উপরোক্ত বচননিচয়ে যে প্রমাণ ও মানের নির্দেশ করা হইল, তাহ কেবল দিক্‌দৰ্শন মাত্র । ফল, উছার তারতম্যও হইয়া থাকে। বিম্বফল যেমন ছোট বড় হয়, বিম্বফলাকার মাণিক্যও তেমনি কিঞ্চিৎ ছোট বড়, এবং তাঁহাদের ওজন ৮, e, ও ১• না হইয় ৮০, ৬০, ১০॥• কি তাহারও কিঞ্চিৎ নুনাধিক হয়, ইহাও বুঝিতে হইবেক । মুল্য । এক্ষণে মূল্যের কথা বলিয়া প্রস্তাব শেষ করা যাউক। পরস্তু শাস্ত্রানুযায়ী মূল্যই লিখিত হইৰেক । যে সময়ে ভারতবর্ষে রত্নশাস্ত্র সকল লিখিত হইয়াছিল; তৎকালে ষেপ্রকার মূল্যে ক্রীত বিক্রীত হইত, শাস্ত্রকারের তাহাই লিপিবদ্ধ సీరి ৩২