পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty রত্ন-রহস্য। প্রাচীনকাল হইতে ব্যবহৃত হইয়া আসিতেছে। রামায়ণ ও মহাভারত প্রভৃতি সমুদায় প্রাচীন পুস্তকেই ইহার উল্লেখ দৃষ্ট হয়। ব্যবহারের বস্তু বলিয়া বৈদুৰ্য্য মণির অনেক সংস্কৃত নাম পৰ্য্যায়-বদ্ধ হইয়া গিয়াছে । জৈনাচাৰ্য্য হেমচন্দ্র ইহার দুইটি মাত্র নাম নির্দেশ করিয়াছেন । যথা—“বৈদূৰ্য্য বলবায়জমং” কিন্তু রাজনির্ঘণ্ট প্রভৃতি গ্রন্থে ইহার “কেতুরত্ন” “কৈতব ” “প্রাবৃষ্য” “অভ্ররোহ” “খরান্ধাকুর” “বিদূরত্ন” “বিদূরজ” নাম দৃষ্ট হয়। শুক্রনীতিকার বলিয়াছেন যে, “বৈদুৰ্যাঃ কেতুপ্রতিকৃৎ ” “বৈদূৰ্য্যং মধ্যমং স্মৃতম্।” এই বৈদূৰ্য্য মণি কেতুগ্রহের প্রতিজনক এবং ইহা হীরকাদি উত্তম রত্নাপেক্ষা মধামরত্ব বলিয়া গণ্য এতদ্ভিন্ন রাজবল্লভ গ্রন্থে ইহার ভৈষজ্যোপযোগী বিবিধ গুণ বর্ণিত হইয়াছে ; যথা— “মুক্ত বিক্রম-বজেন্দ্র-বৈদূৰ্য্য-স্ফটিকাদিকম্। মণি-রত্নং সরং শীতং কষায়ং স্বাদু লেখনম্। চক্ষুষ্যং ধারণাত্তচ পাপালক্ষ্মীবিনাশনম্।” মুক্ত, বিদ্রুম, হীরক, ইন্দ্রনীল, বৈদূর্ঘ্য ও স্ফটিক প্রভৃতি মণিরুত্ব সকল সারকগুণ-বিশিষ্ট, শীতল, কষায়রস, স্বাদুপাকী, উল্লেখনকর, চক্ষুর হিতকারী এবং ধারণ করিলে উহারা পাপ ও অলক্ষ্মী বিনাশ করে । শাস্ত্রকারের য়াহাকে “বৈদূৰ্য্য-মণি’ বলিয়া গিয়াছেন, বঙ্গভাষায় তাহাকে “বৈদুৰ্য্য” ভিন্ন অন্ত কোন নামে ব্যক্ত করা যায় না ; কিন্তু আধুনিক জহরীর তাহাকে “লহসুনীয়া ’ বা “লেশনীয়৷ ” বলিয়া থাকেন। রাজনির্ঘণ্ট, গরুড়পুরাণ ও যুক্তি-কল্পতরু প্রভৃতি বহু গ্রন্থে এই বৈদুৰ্য্য-মণির ছায়, বর্ণ ও পরীক্ষা প্রভৃতি বিষয়ে অনেক কথা লিখিত আছে। "বিদূরদেশস্থ পৰ্ব্বতবিশেষ" এইরূপ ব্যাখা করিয়াছেন। অন্ত এক সম্প্রদায় বলেন যে, ভারতবর্ষের পশ্চিমোত্তরকোণে বিদূর নামক পৰ্ব্বত ছিল ; এক্ষণে তাহার নামান্তর হৃষ্টয় গিয়াছে । যদি তস্নামক পৰ্ব্বত সত্যসত্যই তৎস্থানে না থাকিবে, তবে কালিদাস ও মল্লিনাথ প্রভৃতি মহামহোপাধ্যায়গণ নিম্নলিখিত প্রকার লিখিবেন কেন ? যথা- "বিদূরভূমিন বমেঘশব্দাং । SSBBBB SBBBBB BB BBBBS BBBBSBBBB BBBB BBBBBBBBB S (বুদ্ধ)। যাহাই হউক, বিদূর নামক দেশ কিংবা বিদূর নামক পৰ্ব্বত নাই বলিয়াই আমাদের অনুভূত হয়, সুতরাং বৈদুৰ্য্য বা বিদূরজ শব্দের অতিদূর দেশ-জাত অর্থ করিলেই ভাল হয় । বোধ হয় পূৰ্ব্ব উহ। বোখার প্রভৃতি অতি দূর দেশ হইতে আৰ্য্যাবৰ্ত্তে আনীত হইত বলিয়। আর্য্যের বৈদুৰ্য্য নামে উল্লেখ করিতেন । * ఫిలిe