পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্কা । > * এবং প্রায় অর্থাৎ সাধারণতঃ অনেক প্রকার পাষাণে ঘর্ষণ করিয়া ক্ষয় করাও যায় না। প্রবাল, বিক্রম ও মুক্ত ভিন্ন অন্ত কোন রত্বই জরাগ্রস্ত হইয়া নষ্ট হয় না । ইহা ভিন্ন অন্তান্ত পরীক্ষাও আছে, তাহ মাণিক্যপ্রস্তাবে বলা হইয়াছে । মূল্য। হীরকের মূল্যসম্বন্ধে রত্নশাস্ত্রে নানা কথা আছে। তাহার কতিপয় প্রমাণের উল্লেখ করিয়া প্রস্তাবের উপসংহার করা যাউক । গরুড়পুরাণ ও কল্পদ্রুম-ধুত যুক্তিকল্পতরু-গ্রন্থে মুল্যসম্বন্ধে এইরূপ লিখিত আছে। যথা— “যদি বজ্রমপেতসৰ্ব্বদোষং বিভূয়াৎ তণ্ডুলবিংশতিং গুরুত্বে । মণিশাস্ত্রবিদে বদস্তি তস্ত দ্বিগুণং রূপক-লক্ষণমগ্র্যং মূল্যম্ ॥” সৰ্ব্বপ্রকার-দোয বর্জিত হীরক যদি (২০) বিংশতি তণ্ডুল পরিমাণে গুরু হয়, তবে তাহার উচ্চ মূল্য মণিশাস্ত্রবেত্ত পণ্ডিতের মতে দ্বিগুণিত রূপক অর্থাৎ দুই রূপক হইবে । এই শ্লোকের তণ্ডুল শব্দের ও রূপক শব্দের অর্থ পারিভাষিক । মণিশাস্ত্রে হীরকাদি-রত্বের গুরুত্ব-নির্ণায়ক পরিমাণ-বোধক তণ্ডুল শব্দের অ এইরূপ,— - “অষ্টভিঃ সৰ্ষপৈর্গেরৈ-স্তণ্ডুলং পরিকল্পয়েৎ ॥” ৮ আটটি শ্বেত সর্ষপ ওজন করিলে যে পরিমাণ হয়, সেই পরিমাণের নাম “তণ্ডুল”। বৃহৎসংহিতা-গ্রন্থেও এইরূপ লিখিত আছে। যথা— “সিতসর্ষপাষ্টকং তণ্ডুলো ভবেত্তণ্ডুলৈঙ্ক বিংশত্যা । তুলিতস্ত দ্ধে লক্ষে মূল্যং দ্বিন্ধুনিতে চৈতৎ।” ৮ শ্বেত সর্ষপে এক তণ্ডুল হয়, ওজনে তাদৃশ বিংশতি তণ্ডুল পরিমাণ হইলে, তাহার মূল্য দুই লক্ষ এই নিৰ্দ্ধারিত মুলোরও ওজনের ক্রমে দুই দুই ভাগ হীন হইলে, এক এক ভাগ অবশিষ্ট থাকা, এবং তিন ভাগ প্রভৃতি হীন হইলে তদনুরূপ মূল্য হ্রাস হওয়া বুঝিতে হইবেক । গরুড়পুরাণেও এতদ্রুপ ব্যবস্থা দেখা at: 1 &eil “ষত্তণ্ডুলৈদ্বাদশভি: কৃতস্ত বজ্রস্ত মূল্যং প্রথমং প্রক্টিম্। দ্বাভ্যাং ক্ৰমাৎ হানিমুপাগতস্ত ত্বেকাবসানন্ত বিনিশ্চয়োহয়ম্।” "ত্রিভাগ-হীনাৰ্দ্ধ-তদদ্ধ-শেযং ত্রয়োদশং ত্রিংশদতোপ্তভাগাঃ । अनॆौष्ठिष्ठां८१||३थं শতাংশভাগ: সহস্রভাগেtছপি সমানযোগঃ ” R**