পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহপ্ত । ۹ ه لا মুক্ত ও প্রবাল এই প্রকার রত্নই কালে জীর্ণত প্রাপ্ত হয়, অন্তান্ত রত্ন জীর্ণ श्ध्न नt ।

  • ন জরাং কাস্তি রত্নানি বিক্রমং মৌক্তিকং বিনা ।”

মুল্য । শুক্রনীতির মতে ১ তোলা উৎকৃষ্ট প্রবাল এক সুবর্ণের অৰ্দ্ধ মূল্য হইবার যোগ্য। এস্থলে সুবর্ণ শব্দের অর্থ তৎকাল প্রচলিত ৮৮ রতি পরিমিত স্বর্ণমুদ্রা । অথবা এরূপ অর্থ হইতেও পরে যে, ১ তোলা প্রবাল অৰ্দ্ধ তোলা স্বর্ণের সমান ) , * تسعة “প্রবলিং তোলকমিতং স্বর্ণদ্ধং মূল্যমৰ্হতি।” কিন্তু যুক্তিকল্পতরুর মতে— “মূল্যং শুদ্ধপ্রবালন্ত রৌপ্যদ্বিগুণমুচ্যতে ” নির্দোষ ও পরীক্ষিত প্রবল রূপার দ্বিগুণ মূল্য অর্থাৎ দুই তোলা শুদ্ধ রৌপ্যের যে মূল্য—এক তোলা প্রবালের সেই মূল্য। অতি পূৰ্ব্বকাল হইতেই পৃথিবীর সকল সভ্য জনপদে প্রবাল রত্ন অলঙ্কারের নিমিত্ত ব্যবহৃত হইত। থিওফ্রাসটস তাহার গ্রন্থে প্রবালের বিশেষ উল্লেখ করিয়াছেন এবং প্রাচীন সুসভ্য গলজাতি ইহার অলঙ্কার ব্যবহার করিত। এক্ষণে উৎকৃষ্ট বক্তবর্ণ প্রবাল—যাহা অলঙ্কারের জন্ত ব্যবহৃত হয়—তাহা ভূমধ্যসাগর ও লোহিতসাগর প্রভৃতি জলমধ্য হইতে প্রাপ্ত হওয়া যায়।

  • sososo.

পুষ্পরাগ। আধুনিক রত্নপরীক্ষক অর্থাৎ জহরীরা ইহাকে "পুখ রাজ” আখ্যা প্রদান করিয়া থাকেন। ভাব প্রকাশ ও অন্তষ্ঠি কোষগ্রন্থ অনুসন্ধান করিলে ইহার ৮টী নাম পাওয়া যায়। ‘মধুমণি” “বাচস্পতিবল্লভ” “পীত” “পিঙ্গল্ফটিক” “গীতBBBS SBBBS BBBS SS SBBBBS BBBBB BB BBB BBBBS পযোগী গুণ ও ধারণের ফলাফল বর্ণিত আছে। গরুড়পুরাণের ৭৫ অধ্যায়ে ইহার বর্ণ, গুণ, পরীক্ষা ও মূল্যাদির ব্যবস্থাও লিখিত আছে। 볼