পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত । $$t, সেই পিত্তের পতনকালে গরুড় তাহার কিয়দংশ গ্রহণ করিয়াছিলেন এবং পুনশ্চ তাহ নাসারন্ধ, দ্বারা নিক্ষেপ করিয়াছিলেন । তাহাঙ্গুষ্ঠেই অকৰ্কশ অর্থাৎ লাবণ্যযুক্ত, শুকপক্ষীর কণ্ঠচ্ছবি, ও শিরীষপুষ্প, গদ্যোত-পৃষ্ঠ;#বশম্প, শৈবাল ও কহলার (স্ব দী ফুল ) পুষ্পের পাপড়ীর ন্যায় এবং ময়ূরপুচ্ছের প্রাস্তভাগের ন্যায় আভাযুক্ত শুভদায়ক মরকত সকল প্রাকুভূত হইয়া থাকে । গরুড় কর্তৃক প্রক্ষিপ্ত দৈত্যপতির পিত্ত, যে যে স্থানে পতিত হইয়াছিল, সেই সেই স্থানেই মরকত মণির আকর হইয়াছে। মরকতাকর স্থানগুলি দুর্গম ও গুণ যুক্ত । সেই মরকত স্থানে যাত৷ কিছু উৎপন্ন হয়, সে সমস্তই বিষরোগের নাশক বলিয়া উক্ত হইয়াছে । সমুদয় ঔষধ ও মন্ত্র দ্বারা যে সকল মহাসপের দন্তোৎপন্ন বিষের চিকিৎসা করা যায় না, মরকত দ্বারা সে সমস্ত বিষ উপশান্ত হয় । সেই অকরে অন্য যে কোন নিদোষ মণি বা প্রস্তর উৎপন্ন হয়—সে সমস্তই উত্তম বলিয়া কীৰ্ত্তিত হইয়া থাকে । যাহা অত্যুজ্জল হরিদ্বর্ণ, অতীক্ষু, কিরণবিলি জড়িত, যাহার অভ্যস্তর কাঞ্চনচূৰ্ণপূর্ণ বলিয়া বোধ হয়, যাহার গঠন পরিপাটী উত্তম ও গুণশালী, যাহার সর্বাঙ্গে সমান রঙ, ওজনে হালকা, স্বৰ্য্য কিরণের যোগ হইলে যাহা সমস্ত গৃহকে প্রভাপরিপূরিত করে, যাহা হরিত ভাব পরিত্যাগ করিয়া অভ্যন্তরস্থ দীপ্তি অভ্যন্তরেই নিহিত রাখে, যাহার অভ্যন্তর নিতান্ত হরিদ্বর্ণ নহে, অথচ যেন দীপ্তিপরিপূর্ণ এবং কের অস্বরের পিণ্ডে পান্নার জন্ম হইয়াছে, এভদ্রপ বর্ণনা করিয়াছেন এবং তুরস্কদেশের সমুদ্রতীর বৰ্ত্তী পৰ্ব্বত ও উপত্যকায় তাহার অাকর মাছে, ইহাও নির্ণয় করিয়াছেন । এই মতের সহিত BBBBBB DttBBB BBB BBB BBB DDD DDB S BBS “প্রভ্রষ্টং তস্ত তৎ পিত্তং মুখস্থং ধরণীতলে । পতিতং দুর্গমে স্থানে বিষমে দুৰ্গমেহপি চ । তুরস্কবিষয়ে স্থানে উদধেস্তীরসন্নিধোঁ । ধরণীন্দ্রগিরিস্তত্র ত্ৰিষু লোকেষু বিশ্রুতঃ। তত্ৰ জাতীকয়াঃ শ্রেষ্ঠ মরক্তস্ত মহামুনে ॥” રજ૭