३.९५ ब्लङ्ग-द्भश्ॐ । “বায়ুনখান দৈত্যপত্তেপ্ত ইত্বা চিক্ষেপ সম্পদ বনেৰুদ্বষ্ট । ততঃ প্রস্থতং পবনোপপন্নং কর্কেতনং পূজ্যতমং পৃথিৰাম ॥” বায়ু হৃষ্ট হইয় সেই দৈত্যপতির নর্থ সকল অরণ্যে নিক্ষেপ করিলেন। সেই পবনপ্রেরিত নখনিচয় হইতেই পৃথিবীতে পূজ্যতম কর্কেতন রত্ন উৎপন্ন হইয়াছে । “বর্ণেন তদ্রুধিরসোমমধু প্রকাশমাতাম্র পীতদহনোজ্জ্বলিতং বিভাতি । নীলং পুনঃ খলু সিতং পরুষং বিভিন্নং ব্যাধ্যাদিদোষহরণেন ন তদ্বিভাতি ॥” সেই কর্কেতন-রত্ন রুধিরের স্তায়, চন্দ্রের স্তায় ও মধুর স্তায়, তাম্রের স্তার ও অগ্নির হ্যায় উজ্জ্বলবর্ণ হইয়া থাকে এবং নীল ও শ্বেতবর্ণও হইয়া থাকে । এই নীল ও শুভ্রবর্ণের কর্কেতক কর্কশ ও বিভিন্ন অর্থাৎ শী কড়দার হয় সুতরাং তাহাকে ব্যাধি ও দোষ হরণ করিয়া উত্তম:দীপ্তিশালী-করা যায় না।
“স্নিগ্ধ। বিশুদ্ধা: সমরাগিণশ্চ আপীতবর্ণ গুরবে বিচিত্রাঃ । ত্ৰাসত্রণব্যাধিবিবর্জিতাশ্চ কর্কেতনাস্তে পরমাঃ পবিত্ৰাঃ ॥” “পত্রেণ কাঞ্চনময়েন তু বেষ্টয়িত্ব হস্তে গলেইথ ধৃতমেতদতিপ্রকাশম্। রোগপ্রশাশনকরং কলিনাশনঞ্চ আয়ুষ্করং কুলকরঞ্চ সুখপ্রদঞ্চ ॥”
- এবংবিধং বহুগুণং মণিমাবহস্তি
কর্কেতনং শুভমলঙ্ক তয়ে নরা যে । তে পূজিত বহুধন বহুবান্ধবাশচ + নিত্যে{জলা প্রমুদিত অপি যে ভবস্তি ॥” স্নিগ্ধ, মুনিৰ্ম্মল, সৰ্ব্বাঙ্গে সমান রঙ, অল্প পীতবর্ণ, ভারি, বিচিত্র, ত্রাস, ব্রণ ও ব্যাধিবিবর্জিত,—এরূপ কর্কেতন উৎকৃষ্ট ও পবিত্র । সুভাস্বর কর্কেতন সুবর্ণময় পত্রের দ্বারা বেষ্টন করিয়া বাস্থতে অথবা গলদেশে ধারণ করিলে রোগনাশ হয়, কলহ বা কলিভয় থাকে না, জাম্বুবুদ্ধি হয়, বংশবৃদ্ধি হয়, মুখবৃদ্ধিও হয় । যাহার উক্ত প্রকার গুণশালী স্থলক্ষণ কর্কেতন অলঙ্কারের নিমিত্ত আহরণ করেন তাহারা সন্মানিত, ধনবান, বন্ধুবান্ধবপরিবৃত, উজ্জ্বলজীযুক্ত ও হৃষ্টপুষ্ট হন।
- একে পিনহ্ন বিকৃতাকুলনীলভাসঃ
প্রস্নানরাগলুলিতাঃ কলুষ বিরূপাঃ। - శసెకి