পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$$ ब्रञ्जुश्छ ! . বিনষ্ট হইয়া পতিত আছে। অনন্তর তাহারা কিয়ন্ধরে গিয়া দেখিল, সেই সিংহভ এক ভল্লুককর্তৃক হত হইয়া পৰ্ব্বতোপরি নিপতিত অাছে এবং সেই স্থানে এক ভয়ঙ্কর অন্ধকার-পরিপূর্ণ বৃহৎ ভল্লুকের গর্তও আছে। তদর্শনে শ্ৰীকৃষ্ণ সঙ্গী লোকদিগকে সেই স্থানে রাখিয়া একাকী সেই অন্ধতমসাচ্ছন্ন ভল্লুক-গর্তে প্রবেশ করিলেন এবং কিয়দর গমন করিয়া ভল্লুকেন্দ্র জাম্ববামের পুরী দেখিতে পাইলেন । সেখানে গিয়া দেখিলেন যে, সেই মণিরাজ এক বালকের কণ্ঠে ক্রীড়নক ( খেলন ) হইয়া আছে। দেখিবামাত্র তিনি তাহ কাড়িয়া লইবার উদ্দেশে বালকের নিকটস্থ হইলেন । * বালকের রক্ষিক (ধাত্রী) সেই আশ্চর্য মনুষ্যকে দেখিয়া ভয়ে কাদি। উঠিল। বলিশ্রেষ্ঠ জাম্ববান তাহ শুনিতে পাইয়া ক্রোধে তদুভিমুখে দৌড়িয়া আসিলেন এবং আপনার প্রভু বা ইষ্টদেব ভগবান কৃষ্ণের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন । অষ্টাবিংশতি দিন বাহুযুদ্ধ হইল। ২৮ দিনের পর জাম্ববান দুৰ্ব্বল হইলেন । তাহার গাত্রে ঘৰ্ম্ম জন্মিল, তিনি তখন বিস্ময়াধিষ্ট হুইয়া কৃষ্ণের স্তব করিতে লাগিলেন । আমি জানিলাম আপনি সৰ্ব্বভূতের প্রাণ, তেজ ও বলস্বরূপ। আপনি সেই পুরাতন পুরুষ বিষ্ণু। আপনি সেই প্রভুর প্রভু ও সৰ্ব্বজগতের অধিষ্ঠাতা পরমেশ্বর । ঋক্ষরাজের যখন উক্তপ্রকার জ্ঞানোদয় হইল, শ্ৰীকৃষ্ণ তখন র্তাহাকে বলিতে লৈন। • হে ঋক্ষরাজ ! ঐ মণির জন্য আমি এই গৰ্ত্তমধ্যে আসিয়াছি। এই মণি লইয়া গিয়া আমি আমার মিথ্যা কলঙ্ক দূর করিব । ভগবান শ্ৰীকৃষ্ণ এই প্রকার বলিলে জাম্ববান হৃষ্ট হইয়া শ্ৰীকৃষ্ণকে আপনার সৰ্ব্বাঙ্গ সুন্দরী জাম্ববতী নামী দুহিতা ও সেই মণি উপহার প্রদান করিলেন । অনস্তর ভগবান শ্ৰীকৃষ্ণ সত্রাজিৎকে রাজসভা মধ্যে আহবান করিয়া, যেরূপে সেই মণি পাওয়া গিয়াছে তদৃত্তান্ত বর্ণনপূর্বক তীহাকে সেই মণি প্রদান সত্ৰাজিৎ মণি পাইলেন বটে ; কিন্তু তাছার মনে ঘোরতর চিন্তা ও ব্যাকু

  • 曾》歌