---سمسمويه وچ جميع مسمسد প্রথম পরিচ্ছেদ । খুদ্ধদেবের জাবিৰ্ভাব-কাল-শাক্যবংশের উৎপত্তি-শাক্য নামের কারণ-কপিলবস্তু নগর-ও তাহার ইতিবৃত্ত । যুদ্ধদেব কোন সময়ে জন্মিয়াছিলেন তাহ স্বশ্নরূপে নির্ণয় করা দুঃসাধ্য । শাস্ত্রোক্ত ইতিহাস পরম্পর অনুসন্ধান করিলে এবং তদ্ভুক্ত যুক্তির আশ্রয় লইলে কতকটা জানা যায় বটে ; কিন্তু তাঁহাতে এমন স্থির হয় না যে, শাক্যসিংহ ঠিক এত বৎসর পূৰ্ব্বে জন্মিয়াছিলেন। অনেকানেক ইউরোপীয় পণ্ডিত এ বিষয়ের বিশেষ অনুসন্ধান করিয়াও কৃতকাৰ্য্য হইতে পারেন নাই, ইহা আমর সাহস করিয়া বলিতে পারি । অনেক ইউরোপীয় পণ্ডিত স্থির করিয়াছেন যে, বুদ্ধদেব তাহদের খুষ্ট জন্মের অনুন ৫ • • বৎসর পূৰ্ব্বে জীবিত ছিলেন। কোন কোন পণ্ডিতের মতে তিনি খুষ্টের ৫৪৩ বৎসর পূৰ্ব্বে জন্সিয়াছিলেন। অন্তে বলেন, তিনি খুষ্টের অনুন ৫৫০ বৎসর পূৰ্ব্বে উৎপন্ন হইয়াছিলেন। ইংরাজগণের এ নির্ণয় কিং-মূলক তাহ আমরা জানি না, কাযেই আমাদিগকে এ সম্বন্ধে পৃথক্ অনুসন্ধান করিতে হইল। কাশ্মীরের ইতিহাস লেখক কহুলণ পণ্ডিত এক স্থলে প্রসঙ্গক্রমে বলিয়াছেন, তুরুষ্কবংশীয় হুঙ্ক, জুস্ক ও কনিষ্ক, এই তিন ব্যক্তি যখন কাশ্মীরের রাজা ; কাশ্মীর তখন বৌদ্ধপরিব্রীজকে পরিপূর্ণ। ভগবান লোকনাথের অর্থাৎ বুদ্ধের পুরপ্রয়াণের ১৫০ বৎসর পরে কাশ্মীরে ঐরূপ ঘটনা হইয়াছিল । * ঐ সময়ে নাগাজুন নামক জনৈক বৌদ্ধ ভূপতি জন্মিয়াছিলেন।
- অধীভবন, স্বনামাঙ্কপুরত্রয়বিধায়িনঃ। হুঙ্ক জুদ্ধ কনিষ্কাখ্যাক্সয়ন্তত্রৈম্ব পার্থিবাঃ ।