পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ বুদ্ধদেব । ಇನ್ಜ' | ཝ་ཐ་ད་ལ་ཆ་ l দর্ভক । ੇ | at་མའི་རྣམ་ | མ༔།ཀཱ་མ་ ! নন্দ ( ৮ পুত্রসমেত ) ৷ 5姬领建} চন্দ্র গুপ্তের পূৰ্ব্বে ননাগণ ১• • বর্ষকাল সিংহাসন ভোগ করেন। নবনন্দের অনুন ২• • বৎসর পূৰ্ব্বে রাজা বিম্বিসারের রাজ্যাধিকার ছিল * বিষ্ণুপুরাণের লিপি ও উক্ত প্রকার অনুমান সত্য হইলে,ইহাও সত্য হইবে যে,ভগবান শাক্যসিংহ চন্দ্রগুপ্ত রাজার অনুন ৩০০ তিন শত বৎসর পূৰ্ব্বে উৎপন্ন হইয়াছিলেন । বিষ্ণুপুরাণের এক স্থলে উক্ত হইয়াছে যে, রাজা পরীক্ষিৎ যখন রাজ্য করেন, কলি তখন ১২০ • বৎসর অতিক্রম করিয়াছে ৷ যথা— “তদা প্রবৃত্তশ্চ কলিম্বাদশাব্দশতত্ত্বকঃ ।” এই সময়ের পর, সপ্তর্ষি মণ্ডল যখন পূৰ্ব্বাষাঢ়া নক্ষত্র গত হইবেন, নন্দ তখন সিংহাসন প্রাপ্ত হইবেন এবং কলিও সেই সময় হইতে প্রবল হইবে । যথা— “প্রযাস্যস্তি যদচৈতে পুৰ্ব্বাষাঢ়াং মহৰ্ষয়: । ভদ। নন্দtৎ প্রভৃত্যেষ কলিবৃদ্ধিং গমিষ্যতি ।” সপ্তর্ষিণণ পরীক্ষিতের রাজ্যকালে মঘা নক্ষত্রে ছিলেন। তৎপরে তাহাদিগকে পূৰ্ব্বাষাঢ়নক্ষত্র অতিক্রম করিতে অনুন ১১•• বৎসর লাগিয়াছিল। পূর্কের বারো শত, আর এই এগার শত, সমুদায় একত্রিত করিয়া কলির ২৩• • শত বৎসর পরে নন্দরাজ্য হইয়াছিল, ইহা নিশ্চিত হয় । এই নির্ণয় সত্য হইলে ইহাও সত্য হুইবে যে, কলির ২৩• • বৎসর পরে, ২৪ • • বৎসরের মধ্যে বুদ্ধাবতার

  • বিষ্ণুপুরাণে লিখিত আছে, শিশুনাগ হইতে মহানদী পৰ্য্যস্ত ১১ জন রাজা ৩৫২ বৎসর DD BBDBBD tD BB BBB BBDDD DDD DDDD DDB BBD DDB BBBBS ক্ষেমধৰ্ম্মী, ক্ষত্রেীজ, এই তিন ব্যক্তির রাজ্যঙ্কাল হইতে ১৫০ বৎসর বাদ দিলে তৎপরবর্তী ৰিস্থিসার প্রভৃতি ৭ জন রাজার রাজ্যকাল ২• • বৎসরের কিঞ্চিৎ অধিক, ইহা সহজেই অনুমিত হইতে পারে ।