পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । . ঘটনা হইয়াছিল । অতএব আমাদিগের পুরাণ শাস্ত্র অনুসারেও বুদ্ধদেবের আয়ু এক্ষণে ২৬• • বৎসরের কিঞ্চিৎ অধিক হইয়াছে। এস্থলে ইহাও বলা উচিত যে ইউরোপীয় পণ্ডিতগণের মতে ইহঁর আয়ু ২৪০ শতের অধিক হয় নাই । ভাগবত মহাপুরাণে ভবিষ্য অবতার প্রসঙ্গে বুদ্ধদেবের জন্মকাল নিম্ন লখিত প্রকারে উক্ত হইয়াছে। যথা – “ততঃ কলেী সম্প্রবৃত্তে সম্মোহার স্বরদ্বিধাম,। বুদ্ধে নাম্নাজিনস্বতঃ কাকটেঘু ভবিষ্যতি।” “কলে সম্প্রবৃত্তে’ এই কথার ‘কলির সম্যক বৃদ্ধি আরম্ভ হইলে এইরূপ তাৎপৰ্য্য লব্ধ হয়। সুতরাং বিষ্ণুপুরাণের উল্লেখ অনুসারে অর্থাৎ— “তদ। নন্দাৎ প্রভূত্যেষ কলিৰ্বদ্ধিং গমিষত্তি ।” মহাপদ্ম নন্দ রাজা হইলেই তৎসময়ে কলির বৃদ্ধি হইবে ;–এই বচন অমুসারে স্থির হয় যে, নন্দের সময় অথবা তাহার কিঞ্চিৎ পূৰ্ব্বে বুদ্ধাবতার হইয়াक्लिश । পূৰ্ব্বোক্ত ভাগবত-বচন ও এই বিষ্ণুপুরাণ-বাক্য তুল্যাৰ্থ করিয়া বা মিলাইয়া লইলে অবশ্যই স্থির হইবে, জিনপুত্র বুদ্ধ প্রথম নন্দের কিঞ্চিৎ পূৰ্ব্বে মধ্যগয়া প্রদেশে আবিভূত অর্থাৎ খ্যাতিমান হইয়াছিলেন। এ প্রমাণ সত্য · হইলে শাক্যসিংহকে চন্দ্রগুপ্তের অনধিক ১৫০ বৎসরের পূৰ্ব্বের লোক বলা যাইতে পারে এবং ইহাতে ইংরাজ পণ্ডিতগণের অনুমানকে কিছু পরিমাণে সত্য বলা যাইতে পারে। বৌদ্ধদিগের ললিতবিস্তর নামক গ্রন্থে লিখিত আছে, শাক্যসিংহের অাবিভাবের পূৰ্ব্বে মগধ দেশে প্রদ্ধেতিন নামে এক রাজবংশ বিদ্যমান ছিল । * নন্দের পূর্ববৰ্ত্তী প্রদ্যোতন বংশ সত্য সত্যই বৌদ্ধ আবির্ভাবের পূৰ্ব্বে বিস্তমান ছিল, ইহা আমরা আমাদের বিষ্ণুপুরাণেও দেখিতে পাই প্রদ্যোতনবংশ শেষ হইলে ক্ষত্রে , ক্ষেমধৰ্ম্ম, কাকবর্ণ ও শিশুনাগ, এই চরি, জন মাত্র রাজা ক্রমপ্রাপ্ত সিংহাসন ভোগ করিয়াছিলেন । তঁহাদের অব্যবহিত পরে

  • "অপরে ত্বেবমাহুঃ । ইদং প্রদ্যোতনকুলং মহাবলঞ্চ মহাবাহনঞ্চ পরচমূশিরসি বিজয়লব্ধঞ্চ । উৎ প্রতিরূপমস্ত বোধিসত্ত্বস্য গর্ভ প্রক্তিসংস্থানায়েতি ।”

[ললিত বিস্তুর, ৩ জং । + মন্দিবৰ্দ্ধনস্তাঃ পঞ্চ প্রদ্যোতনাঃ পৃথিবীং ভেক্ষ্যস্তি । ততশ্চ শিশুনাগাদয়: ইত্যাদি । [ विकूशूद्रां* छ अ१, २६ अ६ ।।