দ্বিতীয় পরিচ্ছেদ । ●為 ১২ । নীগের দ্যায় গতি । ( পদচালন ) ১৩ । হংসের ছায় পদবিস্তাস । ১৪ । মত্ত বৃষভের তীয় স্বচ্ছন্দগতি । ১৫ । দক্ষিণক্ৰমে গমন ( দক্ষিণ চরণ প্রথমে বিন্যাস } ১৬। মনোহর অর্থাৎ লীলাযুক্ত গতি । ১৭ । সরলগতি । ১৮ । গাত্র বৃত্ত অর্থাৎ গোল ও মাংসল । ( সকল স্থান মাংসল নহে, উরু প্রভৃতি স্থান ) { ১৯ । গাত্র পরিমৃষ্ট ( যেন এইমাত্র পরিমাজ্জিত করা হইয়াছে ) । ২০ । অঙ্গ সকল পূৰ্ব্বাপরাক্রমে সুবিভক্ত । ২১ । গাত্রকাস্তি উজ্জ্বল । ২২ । অঙ্গ কোমল । ২৩ । সকল অঙ্গ শুদ্ধ অর্থাৎ পবিত্র বা পরিষ্কার । ২৪ । সকল অঙ্গ ও সকল লক্ষণ পূর্ণ। ( খণ্ডিত নহে )। ২৫ । শরীর স্থল, মনোহর ও সুবৃত্ত । ২৬ । ক্রম অর্থাৎ পদবিক্ষেপ সমান । ২৭ । চক্ষু বিশুদ্ধ অর্থাৎ পবিত্রতাভাব-পরিপূর্ণ। ২৮। শরীর কোমল । ২৯ । দেহে দৈন্য ও খেদ লক্ষিত হয় নf । ৩• । শরীর উৎসাহমুক্ত । ৩১ । কুক্ষি গম্ভীর । ( ভুড়ি ছিল না ) । ৩২ । অঙ্গ সকল প্রসন্ন। ( যেন হাসচে ) { ৩৩ । অঙ্গ প্রত্যঙ্গ সুবিভক্ত । ( যেখানে বা যে অঙ্গ যেমন হওয়া উচিত সে স্থানে বা সে অঙ্গ সেইরূপ । ৩৪। শরীরের জ্যোতি বা কাস্তি নিস্তিমির আলোকের স্তায় । • ৩৫। কুক্ষি বৃত্ত অর্থাৎ চ্যাপটা নহে। ৩৬। কুক্ষি মার্জিত অর্থাৎ ঔজ্জ্বল্য বিশিষ্ট । ৩৭ । কুক্ষি অভূগ্ন অর্থাৎ কোল-কুঞ্জে নহে। ৩৮। কুক্ষি ক্ষীণ অর্থাৎ কৃশ ( স্থল নহে ) ।
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।