●g বুদ্ধদেব । তাহার বিদ্যারম্ভ কাল আগত হইল। রাজ গুদ্ধোদন শুভদিনে মহামহোৎসক সহকারে কুমারকে লিপিশালায় প্রেরণ করিলেন। আজ রাজপুত্র সিদ্ধার্থের বিদ্যারম্ভ হইবে, লিপি শিক্ষা আরম্ভ হইবে । শুনিয়া নগরবাসী জনগণের, বিশেষ গুঃ বালকবৃন্দের আহলাদের পরিসীমা নাই, কপিলনগর আজ যেন হর্ষে মাতিয়া উঠিয়াছে। লিপিশালার প্রধান শিক্ষকের নাম বিশ্বামিত্র। আজ, বালকাচাৰ্য্য বিশ্বামিত্র মনে মনে “মু প্রভাত’ প্রভৃতি সুখ-ভাবনা ভাবিতেছেন, এমন সময়ে তাহার লিপিশালাসম্মুখে মহাসমারোহ উপস্থিত হইল। অগ্ৰে শত শত শাক্যবালক, মধ্যে রাজা ও রাজপুত্র সিদ্ধার্থ, পশ্চাতে অসংখ্য জনসস্বাধ ও হয় হস্তী প্রভৃতি যান ও যাত্রিগণ লিপিশাল অভিমুখে জাগমন করিতেছে । বাল করূপী বোধিসত্ত্ব যথাসময়ে ও যথানিয়মে পাঠশালায় প্রবেশ করিলেন ; করিয়া তত্রস্থ প্রধান শিক্ষক বিশ্বামিত্রের সমীপবৰ্ত্তী হইলেন । বিশ্বামিত্র অল্পক্ষণ পূৰ্ব্বে ভাবিতেছিলেন, “রাজপুত্রের গুরু হইব,” এক্ষণে র্তাহার সে মোহ অপগত হইল। তাছার জ্ঞান হইল, কোন বালক র্তাহার নিকট শিষ্য হইতে আইসে নাই, এক অনিবাৰ্য্য ও অপূৰ্ব্ব তেজ তাহাকে প্রবুদ্ধ করিবার জন্ত র্তাহার সম্মুখে আবিভূতি হইয়াছে। বালকরপী বোধিসত্ত্বের অঙ্গ শ্রী ও তেজ দেখি বামাত্র তাহার দর্শন পথ অবরুদ্ধ হইল । তিনি বিস্ময়ে ও মোহে লীনচিত্ত হইলেন এবং মূর্ছ প্রাপ্ত হইলেন। ললিতবিস্তরনামক বৌদ্ধ ইতিহাসে লিখিত আছে, বtলকাচাৰ্য্য বিশ্বামিত্র শাক্যসিংহের তেজে অভিভূত ও ভূপতিত হইলে পর শুভাঙ্গ নামক দেবপুত্র সহসা তথায় আৰিভূত হইয়া বিশ্বামিত্র ব্রাহ্মণকে হস্তধারণ পূৰ্ব্বক উত্থাপিত করিয়াছিলেন এবং নিম্নলিখিত গাপ গান করিয়াছিলেন । - “শাস্ত্রাণি খনি প্রচরস্তি চ দেবলোকে, সংথ্য লিপিশ্চ গণনপি চ ধাতুতন্ত্ৰম । যে শিল্পযোগ পৃথু লৌকিক অপ্রমেয়া, স্তেলেঘু শিক্ষিতু পুর। বহু কল্পকোট্য । কিন্তু, জনস্ত অনুবর্তনতাং করোতি, লিপিশালমাগত্বং সুশিক্ষিতশিক্ষণার্থমূ। পরিপাচনার্থং বহুদীরক অগ্রযানে, অক্ষাংশ্চ সত্ত্বনিযুতানম্বতে ৰিমেতুম্।
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।