ss বুদ্ধদেব । শাক্যসিংহের বিবাহ । শাক্যগণ যে দিবস শাক্যসিংহকে কৃষিগ্রামের জন্তু,বৃক্ষমূলে সমস্ত দিব ধ্যানম্বথে অতিবাহিত করিতে দেখিয়াছিল—সেই দিন হইতেই তাহীদের মনে কুমারের গার্হস্থ্য সম্বন্ধে বিশেষ অভিশঙ্কা জন্মিয়াছিল। তদবধি তাহারা সৰ্ব্বদাই ভাবিত, মেহৰ্ত্তিকগণের গণনার প্রথম পক্ষ • সত্য হইলে, নিশ্চিত এই রাজবংশ উচ্ছেদ প্রাপ্ত হইবে । - রাজা গুদ্ধোদন একদা প্রধান প্রধান শাক্যের সহিত সভামধ্যে উপবিষ্ট আছেন, এমন সময়ে তাহার অমাত্যগণ র্তাহীকে বলিতে লাগিল : “মহারাজ ! কুমার ভূমিষ্ঠ হইলে মৌহুৰ্ত্তিকগণ যাহা বলিয়াছিল,তাহা আপনার স্মরণ থাকিতে পারে। কুমারের অঙ্গ-লক্ষণ পরীক্ষা করিয়া তাহার বলিয়াছিলেন – যদি কুমারোইভিনিষ্ক মিষ্যতি তথ্যগতে ভবিষ্যতি অৰ্হন সম্যক্ৰ সম্বন্ধয়ঃ উত মাভি. নিষ্ক মিষ্যতি রাজা ভবিষ্যতি চক্রবর্তী সপ্তরত্নমস্বাগতঃ।” - এই কুমার যদি গৃহ হইতে নিস্ক্রাস্ত হন, গৃহত্যাগ করেন, তাহা হইলে ইনি তথাগত অর্থাৎ বুদ্ধ হইবেন। আর যদি গৃহে থাকেন, তাহ চুইলে ইনি ধাৰ্ম্মিক প্রবর চক্রবর্তী রাজা হইবেন এবং সপ্তরত্ন + প্রাপ্ত হইবেন । অতএব হে মহারাজ ! আমাদের বিবেচনায় কুমারকে শীঘ্র শীঘ্ৰ গৃহনিবিষ্ট অর্থাৎ বিবাহিত করা উচিত। স্ত্রীগণবেষ্টিত থাকিলে কুমার রতি বা সুখ অনুভব করিবেন, তাহ হইলে আর নিস্ক্রাস্ত হইতে পরিবেন না। এই কাৰ্য্য শীঘ্র নিৰ্ব্বাহ করা উচিত। করিলে অবশুই এই চক্রবর্তী বংশ অনুচ্ছেদ-দশ প্রাপ্ত হইবে, আমরাও অন্তষ্ঠি রাজগণের নিকট সম্মানিত থাকিব।" রাজা বলিলেন, “তবে আপনারা কুমারের উপযুক্ত কন্যা অনুসন্ধান করুন।” বলিব মাত্র শত শত শাক্য, হর্ষে উৎফুল্ল হইয়া উঠিল এবং “আমার কন্যা কুমারের অনুরূপ,—আমার-কন্ত কুমারের অনুরূপ।” এই বলিয়। উচ্চরব করিতে লাগিল । - রাজা গুদ্ধোদন কিছুক্ষ৭ মৌনী থাকিয়া অবশেষে বলিলেন, “বড়ই দুষ্কর – r * শাক্যসিংহ ভূমিষ্ট হইলে গণকগণ গণনা করিয়া বলিয়াছিল, এই কুমার যদি অভিনিষ্কম করেন, অর্থাৎ গৃহত্যাগ করিয়া যান, তাহ হইলে ইনি বুদ্ধ হইবেন। আর যদি গৃহে থাকেন, তাহা হইলে চক্ৰবৰ্ত্তী রাজা হইবেন । + অশ্বরত্ব, ছত্ররত্ন, অমাতারত্ব, প্রভৃতি ।
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।