পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&0 বুদ্ধদেব । গোপী প্রসন্নবদনে গ্রহণ করিলেন এবং বলিলেন, ইহাই আমি আপনার নিকট আশা করিতেছিলাম। গোপী ঐ কথা বলিয়া স্বীয় অঙ্গুরীয় উন্মোচন পূৰ্ব্বক বলিলেন, কুমার ! আপনিও আমার এই অঙ্গুরীয় গ্রহণ করুন। আমি আপনাকে নিরলঙ্কার দেখিতে ইচ্ছুক নহি । - অনন্তর এই বৃত্ত:স্ত রাজার নিকট নিবেদিত হইলে, রাজা শুদ্ধোদন পুরোহিত ব্রাহ্মণের দ্বারা দণ্ডপাণিকে বলিয়া পাঠাইলেন, আপনার কম্ভ আমার তনয়কে প্রদান করুন । দণ্ডপাণি-শাক্য রাজার সে প্রস্তাবে সম্মত হইলেন না । তিনিও বলিয়া পাঠাইলেন, আমরা শিল্পজ্ঞ ব্যতীত অন্তপাত্রে কন্ত সমর্পণ করি না, ইছ আমাদের কুলধৰ্ম্ম । আপনার পুত্র সুখে পরিবর্দ্ধিত ; কোনও প্রকার শিল্প জানেন না, যুদ্ধাদি জানেন না, এ নিমিত্ত আমি কুমারকে কন্তু প্রদান করিব না।” পুরোহিত এই বার্তা রাজসকাশে নিবেদন করিলে, রাজা শুদ্ধোদন বিমন। ও দুঃখিত হইলেন । এদিকে কুমার তদৃত্তান্ত শ্রুত হইয় রাজসকাশে গমন করিলেন। কৃতাঞ্জলিপুটে নিবেদন করিলেন, “মহারাজ ! কি জন্য আপনি বিমনা ও দুঃখিত হইয়াছেন ?? রাজা প্রত্যুত্তর করিলেন, “তাহা তোমার শুনিতে নাই।” কুমার পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিলেন, রাজা ও পুনৰ্ব্বার বলিলেন "ন, তাহ তুমি শুনিও না ।” অনস্তর পুনঃ পুনঃ জিজ্ঞাসিত হইতে লাগিলে, রাজা আর ব্যক্ত না করিয়া থাকিতে পারিলেন না । কুমার বোধিসত্ত্ব পিতাকে দণ্ডপাণি-শাক্যের প্রস্তাবে দুঃখিত দেখিয়া হাস্তসহকারে বলিলেন, “মহারাজ ! এ নগরে আমার সমান শিল্পজ্ঞ কে আছে ? আপনি দুঃখিত হইবেন না। আমি সমস্ত শিল্পই জ্ঞাত আছি ” শুনিয়া রাজার মুখকমল বিকসিত হইল । তিনি বলিলেন, পুত্ৰ ! তুমি শিল্প দেখাইতে পরিবে ? কুমার বলিলেন, পারিব, আপনি শিল্পাদিগকে আহবান করুন। অনন্তর রাজ গুদ্ধোদন কপিলবস্তু মহানগরে ঘণ্ট ঘোষণা করিয়া দিলেন । ঘোষিত হইল, সপ্তম দিবসে কুমার আপনার শিল্পপ্রদর্শন করিবেন, শিরিমাত্রেই যেন ঐ দিবস শিল্পপ্রদর্শন গৃহে সন্মিলিত হন । সপ্তম দিবস আগত হইলে শিল্পবাটিক সজ্জিত হইল। ক্রমে পঞ্চশত শাক্যকুমার শিল্পপ্রদর্শনার্থ সমাগত হইল। একদিকে শিল্পিগণ, অন্যদিকে দর্শকগণ, মধ্যে জয়পতাকা। একজন বুদ্ধ শাক্য উঠিয়া মহাসভামধ্যে উচ্চৈঃস্বরে