পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । t్య) শুনিয়া বোধিসত্ত্ব বলিতে লাগিলেন,— "ধিক যৌবনেন জরয়া সমভিক্রতেন আরোগ ধিক্ বিবিধ ব্যাধি পরীহতেন । ধিক জীবিতেন পুরুষে ন চিরস্থিতেন ধিক্ পণ্ডিতস্য পুরুষস্য রতিপ্রসঙ্গ: " "যদি জর ন ভবেয়া নৈৰ ব্যাধিন মৃত্যুঃ তথপিচ মহন্ধং পঞ্চস্বনাং ধরন্তে৷ কিং পুন জর ব্যাধি মৃত্যু নিত্যানুবদ্ধ: সাধু প্রতিনিবৰ্ত্ত্য চিন্তগ্নিষ্যে প্রমোচং।” যাহা জরায় অভিদ্রত হয়,-গলিয়া যায়,—তাদৃক যৌবনকে ধিক্ ! যাহা নানা প্রকার ব্যাধিতে পরাহত,– তাদৃশ আরোগীকে ধিক। যাহা চিরস্থায়ী নহে,—ক্ষণভঙ্গুর,—তাদৃশ জীবনকে ধিক্ ! এবং পণ্ডিতগণের ও অভিজ্ঞগণের রতি প্রসঙ্গকেও ধিক্‌ ! যদি জর না হয়, ব্যাধি না হয়, মৃত্যু না হয়, তথাপি মহৎ কষ্ট ! মহৎ দুঃখ । কেননা, দেহীরা পঞ্চস্কন্ধধারী। * যখন জরাবাধি ন হইলে ও দুঃখ-তখন আর জরাব্যাধিগ্রস্তের কথা কি ? সারথি । রথ ফিরাও—আমি আর উন্মত্ততার পথে যাইব না,– প্রতিনিবৃত্ত হইয়া উত্তমরূপে মুক্তি চিস্তা করিল। এইরূপে সে দিনও তিনি প্রতিনিবৃত্ত হইলেন। তৎপরে পুনৰ্ব্বার একদিন পনির্যাণকালে পথিমধ্যে এক প্রশস্ত ভিক্ষুমুৰ্বি দেখিতে পাইলেন । দেখিবা মাত্র সারথিকে জিজ্ঞাসা করিলেন – "কিং সারখে । পুরুষ শান্ত প্রশাস্তচিত্তে নেৎক্ষিপ্তচক্ষু ব্ৰজতে যুগমাত্রদর্শী কাষীয়বস্ত্রবসনে স্ব প্রশাস্তুচারী পাত্রং গৃহীত্ব ন চ উদ্ধত উন্নতে ব৷ ” সারথি ! ঐ শাস্ত ও শাস্ত-চিত্ত পুরুষ কে ? উহঁর চক্ষু উৎক্ষুিপ্ত হইতেছে ন,—সমদৃষ্টিযুক্ত এবং ঐ পুরুষ চরিহস্ত মাত্র দেখিয়া গমন করিতেছে। উনি কে ? পরিধান কাষীয়-বস্ত্র, চর্য্যায় স্বপ্রশাস্ত, হস্তে একটা জলপাত্র মাত্র। উনি উদ্ধত ও উন্নত নছেন ; উনি কে ? 哆

  • এই পঞ্চস্কন্ধ ও তদনুগত দুঃখ যুদ্ধের ধৰ্ম্মনির্ণয় প্রকরণে বলা হইবে। + বেন্ধের বলে, এ মূৰ্ত্তিও মায়ামূৰ্ত্তি।