পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । ፃv2 শাক্যগণ বলিল, মহারাজ ! ভয় কি, আমরা অনেক, কুমার একক । তাহার কি শক্তি আছে যে তিনি বলপূৰ্ব্বক গৃহবহির্গত হইতে পরিবেন ? অতঃপর সেই রাত্রেই নগরদ্বারে শত শত কৃতাস্ত্র শাক্যকুমার স্থাপিত হইল। অস্তঃপুরপথে ও বহিঃপুরপথে প্রধান পুরুষেরা বোধিসত্ত্বের রক্ষার্থ নিয়োজিত হইল। রাজা স্বয়ং স্বগৃহে জাগরিত থাকিলেন । এদিকে অতঃপুরমধ্যগত মহাপ্রজাবতী চেটাদিগকে ডাকিয় আজ্ঞা প্রদান করিলেন, সমস্ত অস্তঃপুর আলোকিত কর—কোনও স্থানে যেন অল্পমাত্র ও অন্ধকার না থাকে এবং তোমরা সকলেই সৰ্ব্বদা সাবস্থিত হইয়। রাত্রি জাগরণ কর । “সঙ্গীতি যে জয়থা জাগরথ অতক্রিত ইমাং রজনীং প্রতিরক্ষথা কুমারং যথা অধিদিতে ন গচ্ছেয়৷ ” সঙ্গীত আরম্ভ হউক, রাজা, রাজপুরুষ ও পুরবাসিগণ তন্দ্ৰশ্বন্ত হইয়া জাগরণ করুক,–কুমারকে রক্ষা করুক। যাহাতে কুমার অলক্ষ্যে বা অজ্ঞাতসারে বনগমন করিতে না পারে, সকলে সতর্ক থাকিয় তাহাই করুক । ক্রমে সেই নিস্ক্রম-রীত্রি অতি ভীষণাকার ধারণ করিল। অন্তঃপুরে ও নগরে শোক, মোহ, ভয়, বিষাদ ও হাহাকার প্রবিষ্ট হইল। নগরদ্বার, পুরদ্বার, গৃহদ্বার, সমস্তই অবরুদ্ধ। দ্বারে দ্বারে, পথে পথে, গৃহে গৃহে রক্ষিপুরুষ নিযুক্ত। দীপের উজ্জল আলোকে কপিলবস্তু নগর আজ দিবাতুল্য হইয়াছে কিন্তু সকলেই শোকমোহে ব্যাকুল, কৰ্ত্তব্যবিমূঢ় ও মৌন হইয়া ঘোর বিপদ অনুভব করিতেছে । ললিতবিস্তরনামক বৌদ্ধগ্রন্থে লিখিত আছে, ভগবান শাক্যসিংহ যে-রাত্রে পুরপরিত্যাগ করেন,-সে রাত্রে অন্ত এক অদ্ভুত ঘটনা হইয়াছিল । সমস্ত শাক্যকুল সৰ্ব্বপ্রকার চেষ্টার সহিত সৰ্ব্বদা সাবধান থাকিয়াও বোধিসত্ত্বকে রক্ষা করিতে পারেন নাই। তাহার কারণ এই যে, সেই সময়ে এক অভূতপূৰ্ব্ব দেবমায় প্রাগ্রস্তুত হইয়া সমস্ত নগর হতচেতন করিয়াছিল। সেই কারণে প্তাহার পুর-নিজম বা গৃহপরিত্যাগ কেহ জানিতে পারে নাই। ললিত-বিস্তরগ্রন্থে এই স্থানটিতে এইরূপ বর্ণনা আছে – কপিলবস্তু নগরের সেই শোকরাত্রি যারপর নাই ভীষণভাব ধারণ করলে, দেবগণের মধ্যে নিম্নলিখিত প্রকার আন্দোলন হইতে লাগিল –