পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । *d গাথাগান শ্রবণ করিয়া ভগবান শাক্যমুনি অস্তঃপুরের চতুৰ্দ্দিকু অবলোকন করিতে লাগিলেন । তৎকালে যাহা দেখিলেন, তাহাতে র্তাহার নিৰ্ব্বেদ দ্বিগুণিতবেগে বৰ্দ্ধিত হইল। যাহা দেখিলেন, তাহ সমস্তই বীভৎস । অন্তঃপুরের অবস্থা । যে সকল রমণী শাক্যপুরে মুন্দরী বলিয়া প্রথিত ছিল, মায়া-নিদ্রার প্রভাবে BB BBBS BBB BBBB BBBBS BBB BBB BBB BBBSBB হইলে বিকৃতাকার হয় । বোধিসত্ত্ব অস্তঃপুরশায়িনী রমণীগণের বিকৃতাবস্থা দেখিতেছেন – কেহ বিবস্ত্র, কেহ বিকৃতবস্ত্র, কাহার কেশ স্রস্ত, ভ্রষ্ট, লুঞ্ছিত,---কাহার অঙ্গভরণ বিকীর্ণ ও বিণীর্ণ,—কেহ ভ্ৰষ্ট মুকুট, কেহ বিহ তস্কন্ধা, কেহ ঘৃণ্যদেহ, কাহার মুখ বিকৃত, কাহার চক্ষু বিবৰ্ত্তিত, কাহার মুখ দিয়া লালtশ্রাব হইতেছে, কেহ বিকৃত-আস্তে সশব্দ হস্ত করিতেছে, কাহার মুখদিয়া প্রলাপবাক্য নির্গত হইতেছে, কেহ দস্ত কড়মড় করিতেছে, কেহ বিকৃতমুথে নিদ্রিত, কাহার রূপ বিগলিত, কেহ হস্ত লম্বমান করিয়া পতিত, কেহ বদন বা কাইয় আছে, কেহ শীর্ষ উচ্ছিত করিয়া আছে, কেহ মুখের অবগুণ্ঠন মস্তকে দিয়াছে, কাহার গাত্র ভূপ্ন, কাহায় মুখ বিপৰ্ত্তিত, কেহ কুজ, কেহ খুর খুৱ করিয়া কাসতেছে, কাহার নাসাবায়ু প্রবল-শব্দে নির্গত হইতেছে, কাহারও বা আপনি বায়ু ঘোরশবো বহির্গত হইতেছে, কেহ মৃদঙ্গ আলিঙ্গন করিয়া পরিবৰ্ত্তিতমস্তকে পড়িয়া আছে, কেহ দস্তম্বারা বদনস্থ বংশী চৰ্ব্বণ করিতেছে, কেহ বিবুতাস্ত হইয়া ( ই করিয়া ) পতিত, এবং কেহ বা বিবৰ্ত্তিতনয়নে নিদ্রিত ৷ ইত্যাদি । এই সকল দেখিয় বোধিসত্ত্বের মনে অধিকতর ঘৃণা ও নিৰ্ব্বেদ জম্মিল । তিনি তখন তাহার সেই অন্তঃপুরকে শ্মশান বলিয়া স্থির করিলেন। ভাবিলেন, ছায় ! আমি এতদিন এই রাক্ষসীগণের রতিতে বৃথা মুগ্ধ হইয়া বঞ্চিত হইয়াছি । আরও ভাবিলেন, মুখে রাই এই সংসারে বধ্যের স্তায় বিনষ্ট হয়,—অজ্ঞানীরাই বিষ্ঠাপূর্ণ চিত্রঘটে অমুরক্ত হয়,—মুখেরাই চোরের দ্যায় অবরুদ্ধ হয়,—বরাহের ন্তায় অশুচিমধ্যে নিমগ্ন থাকে,-কুকুরের স্তার অস্থিকঙ্করমধ্যে প্রবিষ্ট থাকে,পতঙ্গের স্তায় দীপশিখায় পুড়িয়া মরে,~~ইত্যাদি * অনস্তর স্বীয় শরীরের বিষয় চিন্তা করিতে লাগিলেন । তাহাতে তিনি দেখিলেন,” অশুচিসমুখিতমগুচি

  • ললিতবিস্তরগ্রস্থে এইরূপ অনুেক কথা আছে ।

శ్రీశి