নবম পরিচ্ছেদ । . ১২৩ রাগসম্বন্ধরহিত, নিরোধক্কপ ও নিৰ্ব্বাণ। যদি আমি এ ধৰ্ম্ম বলি, উপদেশ করি, তাহা হইলে, হয় ত ইহা কেহ বুঝিবে না। ধদি না বুঝে, তাহা হইলে আমাকে স্বণ করিবেক, অবজ্ঞা করিবেক । অতএব, আমি অল্পোৎসুকত অবলম্বন পুৰ্ব্বক নির্জন-বিহার করিব, প্রচার-চেষ্টা করিব না । g - বৌদ্ধগ্রন্থে লিখিত আছে, ভগবান লোকনাথ রাত্রিকালে তারায়ণ মূলে উক্ত প্রকার চিন্তা করিতেছেন, এমন সময়ে দেবগণ র্তাহর চরণসমীপে সমাগত হইয়t স্তুতি ও নমস্কারাদি করিতে লাগিলেন । অনন্তর তাহদের প্রার্থনায় অগত্য ধৰ্ম্মপ্রচারে সন্মত হইলেন। দেবগণ তখন আনন্দে পরিপূর্ণ হইয়া বলিতে লাগিলেন,— "অদ্য মার্ষাস্তথগিতেনাহঁত! সম্যক সম্বুদ্ধেন ধৰ্ম্মচক্ৰ প্ৰবৰ্ত্তনায়ে প্রতিশ্ৰুতম্। তন্তুবিধাতি বহুজন হিতায় বহুজন সুখtয় লোকালুকম্পায়ৈ মহতোজনসংখস্তাথায় হিতায় স্বখায় দেবনাঞ্চ মনুষ্যানাঞ্চ । পরিহাস্তন্তে বত স্তে মর্য অক্ষর ক{য়াঃ বিরঞ্জিষ্যস্তে বহুলশ সত্ত্ব লোকে অপি নিৰ্ব্বাস্তস্তীতি ।" হে মহাভাগ সকল ! আজি সম্যক সম্বুদ্ধ তথাগত ( বুদ্ধ ) ধৰ্ম্মপ্রচার করিতে সন্মত হইলেন, প্রতিশ্রত হইলেন। ইহঁর ধৰ্ম্ম বহু জনের হিত ও মুখ প্রদান করিবেক । লোকালুগ্রহের নিমিত্তই ইহার ধৰ্ম্মপ্রচার । ইহঁর ধৰ্ম্মে বহু জনের, বহু মনুষ্যের ও বহু দেবতার হিত ও মুখ হইবে । তৃঃখের বিষয় এই যে, অসুরের পরিহাস করিবেক । কারণ, ইহঁীর ধৰ্ম্মে অনেক প্রাণী প্রজ্ঞাসম্পন্ন হইবেক এবং অনেক প্রাণী নিৰ্ব্বাণ প্রাপ্ত হইবেক । এই স্থানে বৌদ্ধগণ বলিয়া থাকেন, বুদ্ধদেব নবধৰ্ম্ম প্রচারের সঙ্কল্প ধারণ করিলে, দেবগণ হৃষ্ট হইয়াছিলেন এবং কোন স্থানে সৰ্ব্বপ্রথমে নবধৰ্ম্ম, প্রচারিত হইবে, তাহ জানিবার জন্ত তথাগত-সকাশে আগমন করিয়াছিলেন । দেবগণ জিজ্ঞাসা করিলেন, ভগবন! প্রথমে কোন স্থানে ধৰ্ম্মচক্র প্রবৰ্ত্তিত হইবে ? ভগবান अङ्कख्ब्र করিলেন, বারাণসীর ঋষিপতনে মৃগদায়ে। দেবগণ বলিলেন, ভগবন! বারাণসী জনপরিপূর্ণ এবং মৃগদায় অরণ্য, এজন্ত অন্ত কোন সমৃদ্ধ নগরে ধৰ্ম্মচক্র পরিবর্ধিত হউক । ভদ্রমুখ-নামক দেবতা বলিলেন, বারাণসী সহস্ৰ সহস্র পুরাতন ঋষির পরিষেৰিত,পূৰ্ব্ববুদ্ধগণের পূজিত, অতএব বারাণসীতেই ধৰ্ম্ম চক্র প্রবৰ্ত্তিত হউক। ভগবান বলিলেন, তোমাদের ইচ্ছা পূর্ণ হউক (* বারাণসী অতি পুরাতন নগর, বহুকাল হইতে প্রসিদ্ধ, বিদ্য ও ধৰ্ম্ম চর্চার প্রধান স্থান, سامه
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।