দশম পরিচ্ছেদ । וכאב কিছুকাল মুকুল পৰ্ব্বতে অবস্থান করিয়া পুনৰ্ব্বার রাজগৃহে আসিলেন। এবার রাজা বিৰিণারের পত্নী ক্ষেমা বৌদ্ধধৰ্ম্মে মুগ্ধ হইয়া সন্ন্যাসিনী হইল। রাজপ্রাণীও সন্ন্যাসিনী হইল, ইহা দেখিয়া নগরের নবীন নারীগণের স্বামীর সশঙ্কিত হইল। তখন বুদ্ধের উপদেশের এমনই মোহিনী শক্তি ছিল যে, যে একবার মন দিয়া শুনিত, সে আর কোনও ক্রমে গৃহে থাকিতে পারিত না। পর বৎসর ভগবান বুদ্ধ বর্ষ ঋতুতে কপিলবস্তুর সমীপবৰ্ত্তী সংসুমায় পৰ্ব্বতে ৰিহারার্থ গমন করেন। কিছুকাল পরে পুনঃ কৌশাম্বীতে জাইসেন। এৰার এখানে ভরদ্বাজ নামক জনৈক খ্যাতনামা ব্রাহ্মণ বুদ্ধমত গ্রহণ পূৰ্ব্বক দলভূক্ত চইল । . . শাক্যসিংহ পুনর্বর্ষা ঋতুতে চালিয়া গ্রামে তিন মাস বাস করিয়া শ্রাবস্তী গমন করেন। তৎপরে কপিলবস্তুর দ্যগ্রোধ বনে গিয়া কিছুকাল বাস করিলেন। মহানাম নামক র্তাহার এক খুল্লতাত-পুত্র রাজা শুদ্ধোদনের উত্তরাধিকারী হইয়। রাজ্য রক্ষা করিতেছিল, এবার সেও বুদ্ধের উপদেশে রাজ্যত্যাগ ও সন্ন্যাস গ্রহণ করিল । এই বার শক্যরাজ্য যথার্থতঃই ধ্বংস প্রাপ্ত হইল । এইবার রাজ{ গুদ্ধোদন সত্য সত্যই উত্তরাধিকারিশূন্ত হইলেন । • . এ স্থান হইতে তিনি পুনৰ্ব্বার রাজগৃহে গমন করেন । এ পর্য্যস্ত তিনি স্বয়ং দ্বারে স্বারে ভিক্ষা করিতেছিলেন ; কিন্তু তিনি এত কাল পরে বাৰ্দ্ধক্যবশতঃ ভিক্ষার ভার এক শিষ্যের প্রতি অৰ্পণ করিলেন । শিষ্য ঐ কাৰ্য্য করে বলিয়া আপনাকে গৌরবান্বিত মনে করে, তাহ দেখিয়া সে ভার তিনি প্রিয়তম : আনন্দের প্রতি অর্পণ করিলেন: এবং আনন্দকেই অনুগত সঙ্গী করিলেন । কিছুকাল পরে দুর দেশ ভ্রমণের ইচ্ছা হওয়ায় সেই শেষ দশাতেও তিনি দক্ষিণ দেশ ভ্রমণ করিতে গিয়াছিলেন। ঐ রূপে বুদ্ধদেব প্রায় ৪৪ বৎসর প্রবাস-বাস ও ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন। ইনি সমুদয় মগধ, অযোধ্য উত্তরপশ্চিম দেশের ও দক্ষিণাত্যের নানাস্থান ভ্রমণ করিয়াছিলেন, সৰ্ব্বশেষে কৌশাম্বীতে গিয়া অবস্থান করিয়াছিলেন । একদিন তিনি আত্মদৃষ্টির সাহায্যে জানিতে পারলেন,তাহার জীবনের কার্য শেষ হইয়াছে। জনস্তর তথাগত সমুদায় শিষ্যদিগকে ডাকিয়া বলিলেন, “ভিক্ষুগণ ! তোমরা সৰ্ব্বদা সাবধান থাকিয়া সাধন কর এবং মুখে নিৰ্ব্বাণ লাভ কর। আমি যে ধৰ্ম্ম wপ্রকাশ করিলাম, সে ধৰ্ম্ম মানব-রাজ্যে প্রচার কর । পবিত্ৰ নিৰ্ব্বাণ ধৰ্ম্ম যেন
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।