পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] সাধন ১ম ভাগ, ২য় সংখ্য পৌষ ১২৯৮ – প্রাচীকালে ভারতবর্ষে রীতিমত ইতিহাস ছিল না, সেই জন্ত আমাদের মহাপুরুদিগের সম্বন্ধে নিঃসংশয়ে কিছু জানিবার বড় অসুবিধা । অনেক সময় ষে সকল কথার উপর নির্ভর, করি। আমর। র্তাহীদের মতামত নির্ণয় করিতে বসি, সে সকল কথা কল্পনার অতিরঞ্জন বা অন্ধতার ভ্রান্ত সংস্কার । মাত্র । রামদাস বাবু তাই অতি সাবধানে এই সকল কথার প্রামাণিকতা ৰিচার করিয়া বুদ্ধদেবের একখানি স্বন্দর জীবনী প্রকাশ করিয়াছেন । রামদাস বাবুর রচনার প্রধান গুণ এই যে, ইহাতে কোথাও গায়ের জোরে কথা বল। নাই, পাঠকের সম্মুখে তিনি যাবতীয় ঘটনা এবং বিবিধ কাহিনী উপস্থিত করিয়া । স্বাধীনভাবে চিস্তু করি বীর অবসর দিয়াছেন । * 醬汁 鞭 徽 * রামদাস বাবু বিস্তারিত আলোচনা পূৰ্ব্বক স্পষ্টই দেখাইয়াছেন যে, বুদ্ধের সাধন প্রণালী ও তত্ত্বজ্ঞানের সহিত ঋষিদিগের সাধনা ও তত্ত্বজ্ঞানের বড় বিশ্লেষ.প্রভেদ নাই। 喙 涤 旅游 রামদাস বাৰু ঘটনার পর ঘটনা এবং গরের পর গল্প সারাইয়া বুদ্ধচরিত্র ফুটাইয়া তুলিয়াছেন। গোড়ামি ন থাকায় বুদ্ধের বাক্য এবং কার্য্যের মধ্য হইতে টানিয়া টানিয়া । আপনার মনোমত মত থাড়া করিয়া তুলিতে চেষ্টা করেন নাই । ইহাতেই • মাপন হইতেই আমাদের সহিত বুদ্ধের নিকট সম্বন্ধ অনেকটা পরিস্ফুট হইয়া । উঠিয়াছে। এবং বিদ্বেষের ফল নহে জানিয়া বৌদ্ধধৰ্ম্মের প্রতি আমাদের সঙ্কীর্ণ 截 অবিশ্বাসের হ্রাস হুইবে আশা করা যায়। বৌদ্ধগণ ও এই গ্রন্থ হইত্তে বুদ্ধের । প্রকৃত মতামত নির্ণপ্রণালী সম্বন্ধে আভাস পাইতে পারেন। এবং এইরূপে ধীরে ধীরে বিবেচনার সহিত ধৰ্ম্মকে বিদ্বেষশূন্ত দোষশূন্ত অজ্ঞানশূন্ত করিয়ু সেই মঞ্চ পুরুষের মহৎ উদ্দেশু সাধনে অধিকতর সক্ষম হইতে পারেন ।