ধন্থৰ্ব্বেদ । , ar 83. ২ হাত লম্ব ও স্থূলতায় কনিষ্ঠাঙ্গুলি পরিমাণ এরূপ শর গ্রহণ করিবেক । মুদি কোথাও বক্রতা থাকে, তবে তন্নাশার্থ যন্ত্রে অাকর্ষণ করিবেক । অর্থাৎ শরগুলি ২ হাতের অধিক লম্বা, কনিষ্ঠাঙ্গুলি অপেক্ষ মোট হইবে না, এবং সরল অর্থাৎ ঠিক সোজা হওয়া আবশ্যক । দুই হাতের অধিক লম্বা ন হইবার কারণ এই ষে, মুষ্টিবদ্ধ বামহস্ত প্রসারিত করিলে মুষ্টির অগ্রভাগ হইতে দক্ষিণ কর্ণের মূলদেশ পৰ্য্যন্তের পরিমাণ বা মাপ দুই হস্তের অধিক নহে, বরং কিঞ্চিৎ অল্প। সুতরাং মুষ্টিহীন ২ হাত বাণ ধনুকে সংযোজিত করিলেই আকৰ্ণ আকর্ষণ সহজে সম্পাদিত ছয় । অধিক লম্ব হইলে আকর্ষণের দোষ জন্মে এবং তন্নিবন্ধন তাহার গতিভঙ্গতাও জন্মে। মুপিচ, বাণ ছাড়িয়া দিলে বায়ু তাহার গতির বক্রতা জন্মাইতে না পারে, এজন্ত তাহার মূলে পাখীর পালক সংযুক্ত করিয়া দিতে হয় । তাহার নিয়ম ও প্রণালী এইরূপ । “কাকহংসশশদীনাং মৎস্তাদক্ৰৌঞ্চকেকিনাম । গৃধানাং কুররাণাঞ্চ পক্ষ এতে স্থশোভনঃ ॥ একৈকস্ত শরস্তৈব চতুঃপক্ষানি যোজয়েৎ । ষড়জুলি প্রমাণেন পক্ষচ্ছেদঞ্চ করয়েৎ ॥ - দশজুলিমিতিং পক্ষং শাঙ্গ চাপন্ত মার্গনে । of যোজ্য দৃঢ়াশ্চতুঃসংস্থাঃ সন্নদ্ধা: স্নায়ুতন্তুভি ॥” ( বৃ, শী । পক্ষযোজন ব্যতীত বাণের ঠিক্ সরল গতি হয় না। পক্ষ সংযোগ করায় বাতাস কাটিয়া যায়, সুতরাং বাণও ঠিক সোজা যায়, কোনো দিক্ বাকিয়া যায় না । শর যদি বাকিয়া না যায়, ঠিক সোজা যায়, তাহা হইলে ঠিক লক্ষ্যে গিয়া পড়িতে পারে, নচেৎ লক্ষ্যচ্যুত হইয়া যায়। এই স্বক্ষ বিজ্ঞানটী নিতান্ত সহজ-বোধ্য নহে । ফল, বাণের সরল গতির নিমিত্ত যে তদগ্রে বা তন্মলে পক্ষ যোজনা করিতে হয়, তৎসম্বন্ধে এইরূপ বিধি নির্দিষ্ট আছে । কাক, হংস, শশ, মাছরাঙ্গা, বক, ময়ুর, গৃধ্র ও কুরর,—এই সকল পক্ষীর পক্ষই উত্তম । প্রত্যেক শরে ৪টা করিয়া পালক (সমাস্তর করিয়া) সংযোজিত কক্লিবে । পালকগুলি ঠিক্ ৬ অঙ্গুল প্রমাণে লইবে । যে সকল বাণ শাঙ্গ ধনুকের নিমিত্ত্ব প্রস্তুত করিবে, কেবল সেই সকল বাণে ১০ অক্ষুল পরিমাণ পক্ষ যোজন করা আবখক। বৈণব ধনুর নিমিত্ত ভূ অস্কুল প্রমাণ এবং শাঙ্গ ধনুর নিমিত্ত ১০ অঙ্গুল প্রমাণ গৃপ্রাদি পক্ষীর পক্ষ লইয়া (ঠিক সমান আকার ও ওজনে) তাহার ৪টা
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।