ধৰ্ব্বেদ। *始 পিষ্ট করিবে । এরূপ পিষ্ট করিবে যে ঔষধগুলির অবয়ব যেন নষ্ট হইয়া যায়। তাদৃক পিষ্ট হইলে শীত গুণবিশিষ্ট, অনাবিদ্ধ ও পীতবর্ণ হইবে। অনন্তর তাহার দ্বারা শরের ফল কি অন্ত কোন শস্ত্র প্রলিপ্ত করিবে । অনস্তর তাহ অগ্নিতে প্রতপ্ত করিবে অর্থাৎ উত্তমরূপে দগ্ধ করিবে । পশ্চাৎ অগ্নিকুণ্ড হইতে উঠাইয়া শস্ত্রের দৃশু অগ্নি যখন নির্বাপিত হইবে, অথচ উত্তাপ সম্পূর্ণ থাকিবে, তখন র্তাহ তৈলে নিক্ষিপ্ত করিবে। এইরূপ প্রক্রিয়ার দ্বারা শস্ত্রের লেহে স্বাভাবিক শক্তি অপেক্ষ বিশেষ শক্তি উৎপন্ন হইবে । & দ্বিতীয় প্রকার । পঞ্চ লবণ, * সর্ষপ ও মধু এই সকল দ্র । উত্তমরূপ পিষ্ট করিয়া শস্ত্রকার তাহাতে প্রলেপ দিবেন, পরে সেই প্রলিপ্ত শস্ত্রকে অগ্নি দগ্ধ করিবেন। যখন তাহাতে ময়ূর পুচ্ছের রঙ, দেখা যাইবে, তখন জানিবেন যে, শস্ত্র সেই ঔষধ পান করিয়াছে। ইহার পরেই তাহাকে নিৰ্ম্মল জল পান করাইবেন অর্থাৎ স্বচ্ছসলিলে নিক্ষিপ্ত করিবেন। এতদ্ভিন্ন বৃহৎসংহিতা নামক গ্রন্থে আরও কএক প্রকার শস্ত্রপায়নের বিধান আছে তাহীও এস্থলে সন্নিবিষ্ট করা গেল । “বড়বোষ্ট্রকরেণুগ্ধপানং | যদি পানেন সমীহতেহর্থসিদ্ধিম্। ঝষপিত্তমৃগাশ্চ বস্তদুগ্ধৈঃ করিহস্তছিদয়ে সভ্যতাল গর্ভৈঃ ॥ আর্কং পয়ে হুড়, বিষাণমসীসমেতং পারাবতাখু শক্ত চ যুক্তং প্রলেপঃ। শস্ত্রস্ত তৈলমথিতস্ত ততোহস্ত পানং পশ্চাচ্ছিতস্ত ন শিলাসু ভবেদ্বিঘাতঃ ॥ ক্ষীরে কদল্য মথিতেন যুক্তে দিনোষিতে পায়িতমায়সং যৎ ।
- “সেীবর্চলং সৈন্ধবঞ্চ ধিড়মৌদ্ভিদমেব চ। সামুন্নেন সহৈতানি পঞ্চ স্বালবণানি চ ।” , (বৈদ্যক । ন্ধেীবর্চল—সচর লবণ। সৈন্ধষ-স্বনামপ্রসিদ্ধ লবণ। উদ্ভিদ-ক্ষার লবণ অর্থাৎ বৃক্ষাটি দক্ষ করিয়া যাহা প্রস্তুত হয়। সামুদ্র-সাময় লবণ । *