4tr ভারত-রহস্ত । পায়ন অর্থাৎ পান দিবার বিধি । অসি প্রস্তুত হইলে তাহ পরিষ্কৃত করিয়া ধারের মুখে লবণ কি অন্ত কোন ক্ষার, মৃত্তিকাদ্রবে মিশ্রিতকরণপূর্বক প্রলেপ দিয়া, সেই প্রলিপ্ত ধারটা অগ্নিতে দগ্ধ করিয়া পশ্চাৎ তাহকে জল, কি অস্তান্ত দ্রবদ্রব্য পান করানকে পায়ন বলে । দগ্ধ করিয়া জলে কি অন্ত কোন তরল দ্রব্যে নিক্ষেপ করিলেই তাহ পান করান হয় । অসিকে যে যে দ্রব্য পান করাইলে উত্তম হয়, মহর্ষি উশনা অর্থাৎ অসুরগুরু শুক্রাচাৰ্য্য তাহ বলিয়া গিয়ছেন । যথা— “ইদমেীশনসঞ্চ শস্ত্রপানং রুধিরেণ শ্রিয়মিচ্ছতঃ প্রদীপ্তাম । হবিষ গুণবৎ সুতাভিলিপেসঃ সলিলেনাক্ষয়মিচ্ছতশ্চ বিত্তম্ ॥ বড়বোষ্ট্রকরেণুকৃঞ্চপানং যদি পাপেন সমোহতেহর্থসিদ্ধিম । ঝষপিত্তমৃগশ্বিবস্তফুগ্ধৈঃ করিহস্তচ্ছিদয়ে সতলেগর্ভৈঃ ॥ আর্কং পয়োহুড় বিষাণমসীসমেতং পারাবতাখু শকৃত চ যুতং প্রলেপ । শস্ত্রস্ত তৈলমথিতস্ত ততোহস্ত পানং পশ্চাচ্ছিতস্ত ন শিলাসু ভবেদ্বিঘাতঃ ॥ ক্ষারে কদল্য মথিতেন যুক্তে দিনোষিতে পায়িতমায়সং যৎ । সম্যক সিতং চাশ্মনি নৈতি ভঙ্গং ন চান্তলোঁহেম্বপি তন্ত কৌষ্ঠ্যম্ ॥” অর্থ এই যে, যিনি প্রবৃদ্ধি ইচ্ছা করেন, তিনি শস্ত্রকে রধির পান করাইবেন। অর্থাৎ শস্ত্রের ধারা দগ্ধ করিয়া রুধিরে নিক্ষেপ করিবেন i (১) আর যিনি গুণবান পুত্র লাভ করিতে ইচ্ছুক তিনি শস্ত্রকে স্থত পান দিবেন, (২) এবং যিনি অক্ষয় ধন কামনা করেন, তিনি অসিকে জলপান করাইবেন (৩)। এইরূপ প্রয়োজন সিদ্ধির নিমিত্ত অসিকে ঘোটকীর দুগ্ধ, উষ্ট্রের দুগ্ধ, হস্তিনীর দুগ্ধও পান করাইবেন । ( ৪৫৬) আর যদি হস্তীর শুও কাটিবার ইচ্ছা থাকে, তবে তিনি
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।