পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ। وكاسb\ ও হরিহরকে প্রদান করিয়া যান। কিছুদিন পরে কনিষ্ঠ হরিহয় স্বজ্যেষ্ঠ রূপেশ্বরকে রাজ্যবহিষ্কৃত করিয়া দিলেন। (৭)। এখন রূপেশ্বর শক্র কর্তৃক রাজ্যভ্রষ্ট হইয়া আটটা অশ্ব গ্রহণ পূৰ্ব্বক পত্নী সমভিব্যাহারে পৌরস্ত্য দেশে প্রস্থান করিলেন । তত্ৰত্য রাজা শিখরেশ্বর তাহার সখী ছিলেন, রূপেশ্বর তাহারই আবাসে মুখে বাস করিতে লাগিলেন । ক্রমে তথায় বাস করিতে করিতে র্তাহার একটী পুত্র হুইল । পুত্রের নাম পদ্মনাভ রাখিলেন । (৮) । গুণনিধান ও স্বকৃতিমান পদ্মনাভের রসনায সাঙ্গ যজুৰ্ব্বেদ—সুবিস্তর উপনিষদ সকল তাগুৰিত হইয়াছিল । এবং তিনি কৃষ্ণপ্রেমে পূর্ণদ্ধদয় হইয়াছেন, এইরূপ সকল মন্থয্যের কর্ণপথে ধ্বনিত হুইল । (৯) । এক্ষণে, শিখরেশ্বরের অধিকারে বাস করিতে, পদ্মনাভের অস্পৃহা জন্মিল, তিনি গঙ্গাতটে বাস করিবার জন্য সমুংমুকচিত্ত হইলেন। অনস্তর নরহট্ট নামক স্থানে গিয়া বাস করিতে লাগিলেন। (১০)। তথায় বাস করিয়া যাগযজ্ঞ ক্রিয়াকলাপ দ্বার শ্ৰীকৃষ্ণসেবায় কালাতিপাত করিতে লাগিলেন। ক্রমে র্তাহার অষ্টাদশ কন্থ। ও পাচটী পুত্র জন্মগ্রহণ করিল। তন্মধ্যে প্রথম পুরুষোত্তম, দ্বিতীয় জগন্নাথ, তৃতীয় নারায়ণ, চতুর্থ মুরারি, পঞ্চম মুকুন্দ । মহাত্মা মুকুনের এক পুত্র। নাম কুমার । এই শ্ৰীমান্‌ কুমার শক্র কর্তৃক অপকৃত হইয়া বঙ্গদেশে আগমন করেন। কুমারেরও অনেকগুলি পুত্র হইয়াছিল, তন্মধ্যে তিন জন শ্রেষ্ঠ ও বিখ্যাত। ষে মহাত্মার বংশপরম্পর পৃথিবীর সর্বত্র পূজ্য। (১২) । দ্বিজবর কুমায়ের পুত্রগ্রয়ের মধ্যে জ্যেষ্ঠ সনাতন, তদনুজ শ্রীরূপ, কনিষ্ঠ বল্লভ । এই ভ্রাতৃত্ৰয় শ্ৰীকৃষ্ণচৈতন্তের কৃপায় সামান্ত রাজ্য হইতে বিরত হইয়াছিলেন ৰটে, কিন্তু কৃষ্ণপ্রেমাখ্য ভক্তিরাজ্যের সম্রাটু হইয়াছিলেন। (১৩) । যিনি সৰ্ব্বকনিষ্ঠ বল্লভ তিনিই আমার পিতা। পিতা গঙ্গাসলিলে সঙ্গত্ত হইয়া শ্রীরামপদ প্রাপ্ত হইলেন । জ্যেষ্ঠ পিতৃব্যদ্বয় বৃন্দাবনে প্রস্থান করিলেন। এই মহাত্মস্বয় কর্তৃক বৃন্দাবনে মাথুর গুপ্ত প্রভৃতি তীর্থ আবিষ্কৃত হয় । এবং ইহার ব্রজরাজনন্দন শ্ৰীকৃষ্ণকে লাভ করিয়া সৰ্ব্বত্রই প্রতিষ্ঠিত হইয়াছিলেন। (১৪)। বিখ্যাত রঘুনাথ দাস ইহু!দিগের সখ ছিলেন । কৃষ্ণ-প্রেমার্ণব-তরঙ্গে বিলাস করত ইহায় আর্য্যগণের আশ্চৰ্য্যাম্পদ হইয়াছিলেন। (১৫)। প্রথিত আছে, স্বয়ং