পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه را ( শিবপ্রসাদ সেনের পুত্ৰ ) যত্নে লালিত পালিত হইতে লাগিলেন। বাড়ীতে কিছু বাঙ্গালা ও ইংরাজী শিক্ষা করার পর রামদাস বহরমপুর কলেজে ভৰ্ত্তি হন । বাল্যকাল হইতে যৌবনের প্রারম্ভ পৰ্য্যন্ত যথাক্রমে গৌরসুন্দর মাষ্টার, বেণী সরকার,দীনবন্ধু সান্যাল(author of the life of Justice D. N. Mitra) এবং শিক্ষক ভোলানাথ পালের নিকট তিনি বাড়ীতে পড়িয়াছিলেন। ফুলগাছ লাগান এবং বালক সঙ্গিগণের সঙ্গে মহা আড়ম্বরের সহিত “ঠাকুর-পূজা” খেলা করা রামদাসের বাল্যকালের প্রধান আমোদ ছিল। লেখা পড়ায় তাহার বিশেষ যত্ন ছিল। ভূগোল, ইতিহাস এবং কবিতা তাহার নিকট মুখ-পাঠ্য বোধ হইত ; অঙ্কশাস্ত্রে তাদৃশ মনোনিবেশ করিতেন না। পণ্ডিত রামগতি স্তায়রত্ন মহাশয় তাহার “বাঙ্গালী ভাষা ও বাঙ্গালী সাহিত্য বিষয়ক প্রস্তাবের দ্বিতীয় ভাগের ভূমিকায় লিখিয়াছেন “এস্থলে আমার প্রিয়তম ছাত্র বহরমপুর-নিবাসী পরম-ক্ষেমাস্পদ শ্ৰীযুক্ত বাবু রামদাস সেনের নাম পৃথকৃ ভাবে উল্লেখ না করা আমার পক্ষে অনুচিত কাৰ্য্য করা হয়। রামদাস ধনিসন্তান ও অল্পবয়স্ক পুরুষ, কিন্তু ধন ও বয়সের অল্পতা একত্র সমবেত হইলে সচরাচর যে সকল দোষের সংঘটন হয়, রামদাসে সে সকলের কিছুমাত্র নাই। রামদাস অতি বিনয়ী, নিরহঙ্কার, প্রিয়ভাষী ও সদনুষ্ঠানরত। রিদ্যানুশীলনই তাহার একমাত্র উপজীব্য ।” তের চৌদ্দ বৎসর বয়সেই তিনি কবিতা লিখিতে শিখেন এবং কতকগুলি ফুল সম্বন্ধে কয়েকটি পদ্য লিখিয়া “প্রভাকর" সংবাদপত্রে প্রকাশ করেন। কবিতাগুলি তাহার “কুসুমমালা” নামক পুস্তকে সন্নিবিষ্ট হয়। তাহার পর পরমার্থ বিষ্ণুতত্ত্ব বিষয়ক কতকগুলি সঙ্গীত রচনা করিয়া “তত্ত্বসঙ্গীত-লহরী” নামক পুস্তক প্রকাশ করেন । পনের বৎসর বয়সে টাকী-নিবাসী জানকীনাথ রায় চৌধুরীর কন্যা দুর্গাতারিণী দাসীর সহিত বহরমপুরে খুব ধুমধামের সহিত রামদাসের বিবাহ হয় । {*The marriage procession which issued forth was one of the most magnificent description, and we do not think this city has ever produced such a scene as that presented on this occa sion.”—The Harkara ) প্রথম পত্নী এক শিশু কন্স রাখিয়া কলিগ্রীসে