পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয় বৈষ্ণবাচাৰ্য্যবৃন্দের গ্রন্থাবলীর বিবরণ। ఫిళ: প্রশ্রয় ভক্তিরস, বাৎসল্য, মৈত্রী, বল্লভ ভেদ, মদ মানাদি, উদ্দীপন, বিভাব, অমুভাব, সঞ্চারিভাব, ব্যভিচারিভাব, স্থায়িভাব, সম্ভোগাত্মক ও মোদাত্মক ভাব বিচার, ভাৰভেদ, বিপ্ৰলন্তাদি বিভাগ, পূৰ্ব্বারাগাখ্য বিপ্রলণ্ড, সংভোগ, স্থায়িভাব, প্রেমবৈচিত্র্যাখ্যসংভোগ, প্রবাসাখ্যসংভোগ, সম্ভোগভেদ, মানাথ্যসংভোগাদি । গ্ৰন্থ সংখ্যা । ১ম সন্দর্ভে –৪৭৫, ২য় সন্দর্ভে - ২৭৪০, ৩য় সন্দর্ভে—১৭৬৮, ৪র্থ সন্দর্ভে—৪৬২৬, ৫ম সন্দর্ভে—৩১৭৫, ৬ষ্ঠ সঙ্গর্তে—৪ • • • শ্লোক । বাক্য সংখ্যা । भक्ष २s, २व्र •२१, ०ब्र *०२, 8र्श्वे ***, eय ७8•, ७ळै 8२२ ।। গোপাল ভট্ট । গোপাল ভট্ট ভট্টমারি নামক গ্রামে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম বন্ধট ভট্ট। শ্রীচৈতন্যদেব চাতুৰ্ম্মাস্ত করিয়া চারিমাস গোপাল ভট্টের আবাসে অবস্থিতি করেন এবং সেই সময় তাহার সহিত অতীৰ সৌহৃদ্য হওয়াতে র্তাহাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন । সতত শ্রীচৈতন্তদেবের মুখকমলনিঃস্থত উপদেশমালা শ্রবণে র্তাহার হৃদয়কন্দরে বৈরাগ্যবীজ সংরোপিত ছইল, এবং অচিরকাল মধ্যে সংসারের মায় পরিত্যাগ করতঃ শ্ৰীবৃন্দাবনে যাত্রা করিলেন ; পথিমধ্যে কাশীনিবাসী প্রবোধীনন্দ । সরস্বতী দণ্ডীর আবাসে কিছুকাল থাকিয় তাহার নিকট শিষ্য হইয়া যতিবেশ পরিগ্রহ করতঃ বৃন্দাবনে উপস্থিত হইলেন । গোপাল ভট্ট, রূপ, সনাতন এবং উীজীব কর্তৃক বৃন্দাবন-মাহাত্ম্য বিস্তারিত হয় । সনাতন গোবিন্দ দেবের, শ্ৰীজীব রাধাদামোদরের এবং গোপাল ভট্ট রাধারমণের মন্দির প্রতিষ্ঠা করেন । গোপাল ভট্ট, ভক্তদাসকে পূজারি নিযুক্ত করিয়াছিলেন, তাহার দৌহিত্র সস্তানের অদ্যাপি রাধারমণ বিগ্রহের সেবায় নিযোজিত আছেন । গোপাল ভট্ট রঘুনাথ দাস, রূপ ও সনাতন গোস্বামীর প্রতিবর্দ্ধনার্থ