পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిky ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । কবিকর্ণপুর। কর্ণপূব ১৫২৪ খৃঃ অঃ নদীয়া জিলার অন্তঃপাতী কাঞ্চনপল্লী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইনি বৈদ্যফুলোদ্ভব শিবানন্দ সেনের পুত্র। ইহার পূর্বৱাম পরমানন্দ দাস, ভৎপরে চৈতন্যদেব তাহার কাব্য রচনায় অসীম চাতুৰ্য্য সন্দর্শনে কবিকর্ণপুর নাম প্রদান করেন। কবিকর্ণপুরকৃত কাব্য ও নাটক সমুদায় ভক্তি-রস-প্রধান এবং তাহ বিবিধ শব্দালঙ্কারে ভূষিত । ইনি প্রথমে অলঙ্কারকৌস্তুভ, তৎপরে চৈতন্যচরিত নামক কাব্য রচনা করেন, কিন্তু আনন্দ-বৃন্দাবন-চম্পূ রচনা করাতেই তাহার খ্যাতি বিস্তার হইয়াছিল। ইহার রচনাপ্রণালী অতীয় প্রগাঢ় এবং মনোহর। এই গ্রন্থ সম্বন্ধে একটি কবিতা নিয়ে উদ্ধৃত করিলাম। 螺 辭 কৰিকৰ্ণপূব । বৃন্দাবনে কুঞ্জবনে তমালের তলে, রাধিকা-বমণে ঘেবি গোপিকা সকলে, বাজান মধুব বীণা, রবাব মেচেঙ্গ, কেহব সঙ্গীতে মগ্ন, কেহ করে রঙ্গ, পেয়ে হ্যাম গুণমণি গোকুল-রতন, ত্রভঙ্গ-ভঙ্গিম কিবা মূর্তি স্থমোহন। হ্যামবামে শ্রীরাধিকা ( ব্রজের রূপসী ) । ভূতলে পতিত যেন পূর্ণিমাব শশী ॥ পাইয়া নয়ন দিব্য হরির কৃপায় । মানসের পটে তুমি এই সমুদায়। হেরিয়া ব্রজের লীলা হইয়া মোহিত, “আনন্দ শ্ৰীবৃন্দাবনে” করিল রচিত । গদ্য পদ্য ময় তব চম্পূ মনোহর । 豚 শ্রবণে শ্রবণ তৃপ্ত হয় নিরস্তর ॥ 象 কবিকর্ণপুর কৃষ্ণগণোদেশ দীপিকা ও গৌরগণোদেশ দীপিকা এবং চৈতষ্ঠচন্দ্রোদয় নাটক রচনা করেন । শেষোক্ত নাটকখানি প্রবোধ চন্দ্রোদয় নাটকের অমুরূপ এবং ইহার বিষয় রূপগোস্বামীর “কল্পচ” হইতে গৃহীত। k