পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > 8 ঐতিহাসিক রহস্ত ।—প্রথম ভাগ । ষড জং বৌতি ময়ূরস্তু গাবো নৰ্দ্দস্তি চৰ্ষভং । অজো রেীতি তু গান্ধাবং ক্ৰৌঞ্চ কৰ্গতি মধ্যমং ॥ পুষ্পসাধারণে কালে কোকিলা রেীতি পঞ্চমং । ধৈবতং কুঞ্জরে রেীতি নিযাদং হ্লেষতে হয়ঃ ॥ এই সপ্তস্বর। এই স্বর শ্রুতিমূলক এবং ইহা হইতে সপ্তস্বরের আদ্যক্ষর স, রি, গ, ম, প, ধ, নি ; ইহাতে স্বরালাপ হইয়া থাকে। যথা— শ্রতিভ্যঃ স্ব্যঃ স্বরা ষড জর্ষভ-গান্ধীর-মধ্যমাঃ । পঞ্চমে ধৈবতশগপি নিষাদ ইতি সপ্ত তে । তেষাং সংজ্ঞাঃ সরিগম-পধনীত্যুপরী মতীঃ ॥ নাদ হইতে শ্রুতি, এবং শ্রুতি হইতে ষড় জাদি সপ্ত স্বরের স্বষ্টি । যদ্বার লোকের মনোরঞ্জন করা যায়, তাহাকেই রাগ বলে। যথা— যস্ত শ্রবণমাত্রেণ রজ্যন্তে সকলtঃ প্রজাঃ } সর্ববাসাং রঞ্জনীদ্ধেতোস্তেন রীগ ইতি স্তুতঃ ॥ ঋষিগণ স্বর সাধন করিয়া নিরবয়বের নানা রূপ প্রদান করিয়াছিলেন, সে গুলি একটি একটি রাগ রাগিণী হইল । ইহাতে র্তাহাদিগের অসাধারণ ক্ষমতা প্রকাশ পাইতেছে। দার্শনিক ঋষিগণ পদার্থ স্থির করিয়া তাহার নানাবিধ তর্ক বিতর্ক করিয়া স্বত্র প্রণয়ন করিয়াছেন ; কিন্তু সঙ্গীতাচাৰ্য্য ঋষিগণ কেবল চিন্তার কৌশলে অবয়ববিহীন স্বর লইয়া নানা রাগের মূৰ্ত্তি স্থির করিয়াছেন, এজন্য র্তাহাদের দার্শনিক আচাৰ্য্যগণাপেক্ষাও ক্ষমতা প্রকাশ পাইতেছে । ভরত এবং হনুমন্ত মতে ছয় রাগ ; যথা ভৈরব, কৌশিক, হিন্দোল, দীপক, শ্রীরাগ, মেঘ। ইহাদের অন্তর্গত পাঁচটা করিয়া রাগিণী প্রত্যেকের প্রণয়িনী। কল্লিনাথ এবং সোমেশ্বর মতে এই ছয় রাগ ; যথা— ঐীরাগোহথ বসন্তশ্চ পঞ্চমে ভৈরবস্তথা । মেঘরাগস্তু বিজ্ঞেয়ং ধষ্ঠে নটনারায়ণঃ । ” এই ছয রাগের অন্তর্গত রাগিণ্যাদি যথা— —গৌরী কোলাহলং ধারী দ্রাবিড়ী মালব-ঞ্চোশিক।। মুণ্ঠী স্তাদেব গান্ধারী ঐরাগে চ বিলিস্মিতাঃ ॥