পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের সঙ্গীত শাস্ত্র । SY & আদোলী কৌশিকী চৈব তথাচ পট্টমঞ্জরী । গুণকরী চৈৰ দেশাখ্যা রামকীরী বসন্তজা ॥ ত্ৰিগুণ স্তম্ভৰ্তীর্থ চ আভেরী কুকুভী তথা । বিয়বাড়ী তথা চেরী যডেতে পঞ্চমে মতাঃ । ভৈরবী গুর্জরী চৈব ভাষা বেলায়লী তথা । কর্ণাটী রক্তহংসা চ যড়েত ভৈরবে মতাঃ ॥ বঙ্গুল মধুবা চৈব কামদ চোষসাটিক। দেবগিরিশচ দেবালা যড়েত মেঘবাগজীঃ ॥ ত্ৰোটকী মোটকী চৈব দুবিনট-বিরাটিক । মল্লারী সৈন্ধবী চৈল এতা নটনাবtয়ণে ॥ এই সকল রাগ, রাগিণী ; ইহা হইতে নানাবিধ উপরাগ স্বল্প হইয়াছে। আদিমকাল কবিতার সময়। বেদে বায়ু, চন্দ্র, স্বৰ্য্যের রূপ কল্পিত হইয়া স্তোত্র রচিত হইল,—সঙ্গীতের মোহিনী শক্তিতে হৃদয় আকৃষ্ট হইল, সঙ্গীতাচাৰ্য্য ঋষিগণের আনন্দের সীমা রহিল নী-কবিত্বের বিমল তরঙ্গে হৃদয় ভাবে গদগদ, তখন নানারাগ রাগিণীর রূপ কল্পিত হইতে লাগিল, কোন রাগ বা বীরবেশধারী, কোন রাগিণী বা মনোহর লাবণ্যবতী । সঙ্গীততরঙ্গে মেঘের রূপ বর্ণন— মেঘ রাগ অতি বীৰ্য্যবস্ত শুাম অঙ্গ। ব্ৰহ্মার মস্তকে জন্ম রূপেতে অনঙ্গ ॥ জটাজুট জড়াইয়া উষ্ণৗষ বন্ধন । থরতর কববাল করেতে ধারণ ॥ তথাহি পটমঞ্জরীর ধ্যান —সর্থীকলপৈঃ পরিহাস্তমান বিয়োগিনী কান্তৰিয়োগদেহ । পীনস্তনী চৈব ধরাপ্রসুপ্ত স্থামা মুকেশী পটমঞ্জরীয়ং ॥ এই সকল রাগিণ্যাদি গান কবিবায় সময় নিরূপিত আছে এবং কোন রাগ আনন্দোৎসবে, বা কোন রাগ শোক সময়ে, কোন রাগ বা বীরোৎসবে, গান করা বিধেয়। এ সকল বিষয় কল্পনাসস্থত। রাগ ত্ৰিবিধ –ওড়ব, ষাঁড়ৰ, সম্পূর্ণ, অর্থাৎ ওডুব রাগে পাচ, বাড়বে ছয়, এবং সম্পূর্ণ রাগে সপ্ত স্বর লাগে। হিন্দোল, মালকোষ প্রভৃতি ওড়ব ; মেঘ, পুরিয়া প্রভৃতি ষাড়ব ।