পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । ט\לל ভৈরব, ঐ, পঞ্চম প্রভৃতি সম্পূর্ণ রাগ । এই রাগ পুনরায় শুদ্ধ, সালঙ্ক এবং সঙ্কীর্ণ, এই তিন শ্রেণীভুক্ত । শুদ্ধ অর্থাৎ বাহাতে কোন রাগের ছায়া লাগে না, যথা কানাড়া, মল্লারী প্রভৃতি ; সালঙ্ক অর্থাৎ ষাঁহাতে কোন রাগের আভা লাগে, যথা ললিত, ধনাত্রী প্রভৃতি ; সঙ্কীর্ণ অর্থাৎ হুই, তিন, বা তাহ হইতেও অধিক রাগে নিৰ্ম্মিত, ইহাকে মিশ্র রাগ কহে, যথা— মঙ্গল, বিহঙ্গ, বিহাগ প্রভৃতি । রাগ রাগিণী অসংখ্য । তাহ একজন গায়কের জানিবার সম্ভাবনা নাই। কথিত আছে, শ্ৰীকৃষ্ণের শারদীয় পূর্ণিমায় রাসলীলার সময় ষোড়শ সহস্র রাগের উৎপত্তি হয়। আর্ষিকালেও অনেক সঙ্কীর্ণ রাগের স্বষ্টি হয় । ভরত মুনি রাজহংস, হনুমন্ত মঙ্গলাষ্টক নামক সংকীর্ণ রাগ সৃষ্টি করেন ; এমন কি স্বয়ং মহাদেব শঙ্করবিজয়, এবং মহাবীর কৰ্ণ মধুমিথুন নামক সংকীর্ণ রাগ স্বষ্টি করিয়াছেন ; এতদ্ভিন্ন কলহংস, গান্ধারী, গোপিকামোদী, জয়াবতী, মনোহর প্রভৃতি সংস্কৃত গ্রন্থে অনেক সংকীর্ণ রাগের নাম প্রাপ্ত হওয়া যায় । রাগ রাগিণীর স্বষ্টির পরে ঋষিগণ তাল ও লয় যুক্ত সঙ্গীতের স্বষ্টি করিলেন। পুৰ্ব্ব কালের রাসক, বীর শৃঙ্গার, চতুরঙ্গ, সরভলীল, স্বৰ্য্যপ্রকাশ, তৌর্য্যত্রিকাদি, চন্দ্রক প্রকাশ, রণরঙ্গ, নন্দন, নবরত্নপ্রবন্ধ প্রভূতি কয়েকবিধ সঙ্গীত প্রসিদ্ধ । প্রাচীন কতিপয় তাল যথা— অতোহপি কথিতাঃ সস্তি দেশীতলা বিশেষতঃ । প্রসিদ্ধলক্ষমার্গেষু কথ্যস্তে তেন বিস্তুরাৎ ॥ চিত্র তালঃ (১) কন্দুকশ্চ (২) ইড়বান (৩) সন্নিপাতক (s । ব্ৰহ্মতাল (৫) চতুস্তালঃ (৬) কুম্ভতাল (৭) স্তথৈবচ। লক্ষ্মীতাল (৮) শাজুনশ্চ (১) কুম্ভনাভি (১০) রতঃপরং। সন্নিশ্চাপি (১১) মহাসরি (১২) ধতিশেখর (১৩) সংজ্ঞকঃ । কল্যাণ (১৪) পঞ্চঘাতে চ (১৪) চন্দ্রতালো (১৬) দ্রুতালিকা (১৭)। জগতে (১৮) মল্পকশ্চৈব (১১) কতালী (২০) পরিকীৰ্ত্তিতা ইত্যাদি। ভাল লয় স্বর সংযোগে সঙ্গীত শুনিতে অতীৰ মধুর, সুতরাং ইহ জুই উন্নতির সোপানে আরূঢ় হইল। এই সঙ্গেই নানা প্রকার বাদ্য যন্ত্রের ऋटेिं ।