পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖՖԵ* ঐতিহাসিক রহস্য -প্রথম ভাগ । গ্রন্থে লিখিত আছে, কিন্তু তত্তাবৎ কাৰ্য্যকুশলী ব্যক্তির নিকট সাক্ষাৎ সম্বন্ধে শিক্ষা করিতে হয় বলিয়া তাহার উল্লেখ করা অনাবশ্যক । * বীণা মাত্রেই দুইটী তুম্ব দ্বারা নিৰ্ম্মিত হয়। কেবল কিল্লরী বীণার তিন তুম্বী। ঐ তুম্বীত্রয় তিৰ্য্যকৃ ভাবে যোজিস্ত হয়। " লৌহ অথবা কাংস্ত দ্বারা নিৰ্ম্মিত সারিক ( পদ1) সকল কনিষ্ঠাঙ্গুলি পরিমিত করিয়া বীণাদণ্ডের পৃষ্ঠভাগে যোজিত হইয়া থাকে। সারিক যোজন সাধারণতঃ চতুর্দশ স্বর অনুসারে চতুর্দশ সংখ্যক, ক্রমে স্বর স্থানে হইয়া থাকে, পরস্তু স্বর গ্রামের আধিক্য ইচ্ছা থাকিলে ২১ সংখ্যা করিতে হয়, ততোধিক অনাবশুক। { বীণাদও, রক্ত চন্দন কাষ্ঠে উত্তম হয়, নচেৎ লঘু-কঠিন এমন কোন কাঠেও নিৰ্ম্মিত হইতে পারে। ৪ সুষির জাতীয় বাদ্যের মধ্যে বংশীই উত্তম । বংশী নিৰ্ম্মাণের উপাদান নানাবিধ। বেণু ( বঁাশ ), খদির কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, লৌহ, কাংস্ত, রৌপ্য, কাঞ্চন প্রভৃতি উত্তম উপাদান । ৭ বংশী যে কোন উপাদানে নিৰ্ম্মিত হউক না কেন, সকল বংশী বর্ভূল ( গোল ), সরল ( সোজা ), গ্রন্থিভেদ, এবং ছিদ্রহীন হওয়া আবশু্যক। { তাদৃশ বংশদণ্ডের শিরঃস্থানে ৩ বা ৪ অঙ্গুলি স্থান ত্যাগ করিয়া একটি রন্ধু করিতে হয়— একটি ফুৎকার রন্ধ—ইহা এক অঙ্গুলি-অগ্রভাগ পরিমিত ],

  • অঙ্গুলাদিপ্রমাণস্ত বীণাদও দিবাদনং | নিৰ্ম্মিতং ]। অন্ত্রীককুততুম্বাদিলক্ষণং ধারণং তথা । তদ্বদস্থ্যে চ ব্যাপার বামদক্ষিণহস্তয়োঃ—ইত্যাদি ।--সঙ্গীত দর্পণ ।

+ তুষ্ট্ৰীনাং ত্রিতয়ঞ্চত্রে তিৰ্য্যক যোজ্যং। [ ঐ ] লৌহকাংস্তময় যন্ধা কৰ্ত্তব্য সারিকাখ্যয় । —দওপৃষ্ঠে চতুর্দশ। চতুর্দশস্বরস্থানে সারিকান্ত নিবেশয়েৎ— সঙ্গীত দর্পণ । . $.রক্তচন্দনজান্‌ সৰ্ব্বান বীণাদণ্ডান পরে জগু—লঘুকাঠিন্যযুক্তেন--সঙ্গীত দর্পণ। SBBB DBB BBBBBBBBB BBBB BBBS DBS BBBBBBB ভবেৎ । [ ঐ ] বৰ্বল সরল ক্ষে গ্রন্থিভেদ-ব্ৰণাঙ্কিত: । [ ঐ 1।