পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । ১৩৫ রামদাস বাবু যে প্রকার অধ্যবসায় সহকারে প্রাচীন সংস্কৃত গ্রন্থাবলী হইতে অমূল্য সত্য সমুDD BBBB BBBBBBSBBBBBS BBSBBS BB BDD BB BBt DDS দিগের গ্রন্থাবলী প্রণয়ন বিষয়ক ঘটনাদি সংগ্ৰহ করিতে তিনি যেরূপ আয়াস স্বীকার করিয়াছেন তন্নিমিত্ত তিনি আমাদিগের সহস্র ধন্যবাদের পাত্র। রামদাস বাবুর বিয়ে অধিক বলিবার প্রয়াে জন নাই, প্রাচীন পুরাবৃত্ত তত্ত্বানুসন্ধারিগণ আমাদিগের বাক্যের পোষকতা করিবেন সন্দেহ নাই। —সোমপ্রকাশ, প্রেরিত পত্র।

বঙ্গদর্শন, দ্বিতীয় খণ্ড, ৯ম সংখ্যা। পৌষ মাস — "গৌড়ীয় বৈঞ্চবাচাৰ্য্যবৃন্দের গ্রন্থাবলীর" বিবরণটা লেখকের পাণ্ডিত্যের বিশেষ পরিচয় দিতেছে। এই প্রকার প্রস্তাব যত অধিক পরিমাণে থাকে, ততই জাহাদের বিষয়। আমাদিগের লেখকগণের মধ্যে অনুসন্ধান কম আছে, কিন্তু উল্লিখিত প্রস্তাবের স্থায় প্রস্তাব লিখিতে হইলে অনেক পাঠ ও অনেক অনুন্ধানের প্রয়োজন। এতদেশীয়দিগের এই অভ্যাসটা ধত দিন ন হইতেছে ততদিন সাহিত্যের একটী প্রধান অঙ্গহীনতা থাকিতেছে।--সহচর। —আমরা রামদাস বাবুর প্রস্তাব সকল পড়িয়া অনেক সময়েই তাহাকে “বাহব।" না দিয়া থাকিতে পারি না। বাঙ্গালীর মধ্যেও কোন কোন লোক যে বেদ, কালিদাস, প্রাচীনভারত, বৌদ্ধধৰ্ম্ম প্রভৃতির, উৎসাহ ও পরিশ্রম সহকারে আন্দোলন করিতে পারেন ইহা আমরা ভাবিলেই জাহাঙ্গে অজ্ঞান হই। সমাজ দর্পণ, সন ১২৮৯ সাল, ২৪ পৌৰ । ঐতিহাসিক রহস্ত-প্রথম ভাগ সমাপ্ত।