পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধ-ধৰ্ম্ম YSఫ్రి হেমচন্দ্র তাছার নিম্নলিখিত কয়েকটা নামের উল্লেখ করিয়াছেন, যথা— শাক্যসিংহ, জর্কবান্ধব, রাহুলেয়, সৰ্ব্বার্থসিদ্ধ, গৌতমানের, মায়াস্থত, শুদ্ধোনযুক্ত । অমরকোষের সামগুলি প্রসিদ্ধ । তাহার সিংহলে পালি ভাষায় অনুবাদ ঘথা,—“শুদ্ধেfদনি চ গৌতম, শাক্যসিংহে তথা শাক্যমুনি চ অরিচ বন্ধু চ।” শাক্যসিংহ এই নামটী নামকরণের নাম নহে। শাক্যবংশের শ্রেষ্ঠ বলিয়৷ তাহার ঐ নাম হইয়াছিল। “শাক্যবংশ” ইহাও আভিজনিক সংজ্ঞা নহে । ইস্কৃাকুবংশীয় কোন ব্যক্তি পিতৃশাপে আক্রান্ত হইয়া কপিলাশ্রমে কিছুকাল পৰ্য্যম্ভ এক শাক বৃক্ষের ( শেগুন গাছের ) আশ্রয় লইয়া বাস করিয়াছিলেন, তাহ হইতেই ঐ ইস্কৃাকুবংশীয় পুরুষের নাম শাক্য বলিয় প্রথিত হয়। তদ্বংশীয়েরাও তদবধি শাক্য বলিয় বিখ্যাত। আচাৰ্য্য ভরত “শাক্য মুনি” এই নামের ব্যুৎপত্তিস্থলে লিখিয়াছেন, যথা— * “শাক্যবংশুত্বাৎ শাক্যঃ ; শাক্যশ্চাসে মুনিশ্চেতি শাক্যমুনিঃ, তথাহি— শাকে নাম বৃক্ষবিশেষঃ তত্র তবে বিদ্যমানঃ শাক্য, পিতু শাপেন কশ্চিদিল্কাকুবংশীয়ে গোতমবংশজ-কপিলমুনেরাশ্রমে শাকবৃক্ষে কৃতবাসশ্চ শাক্য ইত্যুচ্যতে –ভছুক্তং, “শাকবৃক্ষপ্রতিচ্ছন্নং বাসং যম্মাৎ প্রচক্রিরে। তন্মাদিন্থাকুবংখ্যাস্তে ভুবি শাক্য ইতি শ্রুতাঃ । শাক্যের অপর প্রসিদ্ধ নাম গৌতম । এই নাম দেখিয়া অনেকে তাহাকে গৌতম বংশীয় মনে করিয়া থাকেন ; কিন্তু সেটা তাহাদিগের ভ্ৰম । শাক্যসিংহ প্রকৃত ইক্ষ্মাকুবংশীয়, তাহার পূর্ব-পুরুষেরা গৌতমবংশীয় কপিল মুনির আশ্রমে গিম্বা লুক্কায়িতভাবে শাকবৃক্ষে বাস করিয়াছিলেন, তাহাতেই তাহারা শাক্য ও গৌতম উভয় নামে বিখ্যাত হন। ইনিও সেই বংশে জন্মিয়াছেন বলিয়, ঐ নামে খ্যাত । 拿 শাক্যসিংহেরুর্দিন্তীর নাম গুদ্ধোন। মাতার নাম মায়াদেবী। গুদ্ধোদন কপিলবস্তুপ নগরের রাজা ছিলেন। তাহার পিতার নাম সিংহহয় f । আর্য

  • নেপাল দেশের পর্বতসল্লিকটে ।
  • “তৰ পুত্র। পিতামহঃ সিংহছন্থরাম”—শাক্যসিংহের প্রতি গুগ্ধোদনের এই বাক্যে প্রকাশ আছে।