পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহসাঙ্ক চরিত। সংস্কৃত ভাষায় দুই খানি কান্তকুজাধিপতি সাহসাঙ্ক নৃপতির জীবনবৃত্তান্তঘটিত গ্রন্থ বর্তমান আছে। ইহার মধ্যে প্রথম খানি “সাহসাঙ্ক-চরিত’ ও অপর এক খানি নবসাহসান্ধচরিত” নামে খ্যাত। সুবিখ্যাত কোষকার মহেশ্বর সাহসাঙ্কচরিতের রচয়িত। এই গ্রন্থ এক্ষণে স্বপ্রাপ্য নছে ; কিন্তু “বিশ্ব-প্রকাশ” নিবন্টর প্রারম্ভে মহেশ্বর অন্যান্ত কোৎকারের বিষয় লিখিয়া আপন পরিচয় লিপিবদ্ধ করিয়াছেন। মহেশ্বর লিখিয়াছেন যে, তিনি গাধিপুরেশ্বর সাহসাঙ্কের চিকিৎসকচূড়ামণি শ্রীকৃষ্ণের বংশধর, এবং তাহার পরিচয় অনুসারে তিনি ১০৩৩ শকে বর্তমান ছিলেন ; সুতরাং সংস্কৃত বিদ্যাবিশারদ উইলসন সাহেব যে র্তাহার ১১১১ খৃষ্টাৰ সময় নিরূপণ করিয়াছেন, তাছা ভ্রমপুর্ণ বোধ হইতেছে না। বিশ্বকোষের ১ এবং ১০ শ্লোকে স্পষ্ট লিখিত আছে যে, মহেশ্বর কৃষ্ণের পৌত্র। সাহসাঙ্কের অপর এক নাম বিক্রমাদিত্য, তিনি মহেশ্বরের মতে গাধিপুরাধিপতি। কেহ কেহ গাধিপুর গ্রাজিপুরের সংস্কৃত নাম মনে করিয়া থাকেন, কিন্তু সেটা র্তাহাদিগের ভ্রম। উহা কান্তকুজের অপর নাম মাত্র। উইলসন সাহেব বলেন যে, হেমচন্দ্রের অভিধান-চিন্তামণির নানার্থভাগ “বিশ্বকোষ” হইতে সঙ্গীত, কিন্তু এ কথায় আমরা অনুমোদন করি না। সে যাহা হউক, বিশ্বকোষ হইতে আমাদ্বিগের মত-পরিপোষক কবির জীবনবৃত্তসম্বন্ধীয় বিবরণ ও গ্রন্থयभब्रट्नब्र अदङब्रनिक निछ फेर्ड श्हेण । दश, শ্ৰীসাহসান্ধনৃপতেরনবদ্যবিদ্যবৈদ্যেত্তারঞ্জপদপদ্ধতিমেব বিভ্রৎ। যশ্চন্দ্রচারপরিতে হরিচন্দ্রনাম সাব্যাখ্যয় চরকতন্ত্রমলংচকার ॥ ৫ ॥ আসীদলীমৰমুখাধিপবন্দনীয়ে তস্তান্বয়ে সকলবৈকুণাবতংস; | শক্রস্ত দক্স ইৰ গাধিপুরাধিপশু শ্ৰীকৃষ্ণ ইত্যমলকীৰ্ত্তি-লতা-বিতানঃ ॥ ৬ ॥

  • প্রসিদ্ধ কোষকার হেমচত্র “কান্তকুজং গাধিপুর" ইত্যাদি ক্রমে কান্তকুজ নগরের পর্যারে - 'शोषिभूब्र' चल बलिङ्गांप्इन । ७ईब्रशं अछांछ cकांश ७षः मशंखांब्रठांलेि अरइ७ कशिंठ

चांrछ् ।