পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেদ । ←☾Ꮔ চতুর্থ বিভক্ত করিয়া বোধ্য, যাজ্ঞবল্ক্য, পরাশর ও অগ্নিমিত্র এই চারি শিষ্যকে উপদেশ দিলেন, এবং ইন্দ্র প্রমতিও স্বীয় পুত্র মাণ্ডুকেয় ঋষিকে ও মাধুকেয়ের শিষ্য দেবমিত্র সোঁভরি প্রভৃতিকে অধ্যয়ন করাইলেন। পরে মাণ্ডুকেয়ের পুত্র শাকল্য সেই সংহিতাকে পাঁচ ভাগ করিয়া বাস্ত, মুগল, শালীয়, গোখল্য ও শিশির-নামক পাচ শিষ্যকে প্রদান করিলেন, এবং শাকল্যের শিষ্য জতুকৰ্ণ স্বীয় সংহিতাকে পাচ ভাগ কবিয়া নিরক্তের সহিত বলাক, পৈল, জাজল ও বিরজ, এই চাবিজনকে শিক্ষা দিলেন। পরে বাস্কলের পুত্র বাস্কলি উক্ত সৰ্ব্বশাখ হইতে সংগ্ৰহ কবিয়া একখানি বালখিল্যনামক সংহিতা প্রস্তুত করিলেন, এবং বালায়নি, ভূজ্য ও কাশার এই তিন দৈত্য তাহ ধারণ করিল * । ঋগ্বেদসংহিতাব শাকল্য শাখা প্রচলিত। উহা ৮ অষ্টকে বিভক্ত এবং তাছা পুনরায় ৬৪ অধ্যায়ে বিভক্ত হইয়াছে। ইহার মধ্যে ২০০৬ বৰ্গ আছে, তাহাতে ১০৪১৭ ঋচ দৃষ্ট হয়। অন্তমতে ঋগ্বেদ ১০ মণ্ডলে এবং ১০০ শত অনুবাকে বিভক্ত, তাহাতে ১০০০ এক সহস্ৰ স্বত্ত আছে। এই সংহিতায সৰ্ব্বসমেত ১৫৩৮২৬ পদ বর্তমানসময়ে প্রাপ্ত হওয়া যাইতেছে। শৌনক মুনিকত “চরণব্যুহ” গ্রন্থমুসারে বেদের অনেক অধ্যায এ সময় প্রাপ্ত হওয়া যায না, সে সমস্ত লোপ পাইয়াছে ; সুতরাং তাহাদেব উল্লেখ এখানে করা গেল না । ঋগ্বেদের দুই খানি ব্রাহ্মণ, ঐতল্যে ও সাঙ্খাযন বা কৌষিতকী ব্রাহ্মণ । ঐতরের ব্রাহ্মণ আট পঞ্চিকায় বিভক্ত, তাহদের প্রত্যেকে ৫টা কবিয়া অধ্যায় আছে। এই সমুদায় অধ্যারে ২৮৫ থও আছে। সাস্থ্যায়ন বা কোঁধিতকী ব্রাহ্মণে ৩০টী অধ্যায় আছে। ঋগ্বেদের সংহিতার ও ব্রাহ্মণের টাকাকার সায়নাচার্য্য । যজুৰ্ব্বেদসংহিতা, কৃষ্ণ ও শুরু, এই দুই অংশে বিভক্ত। ইহাকে তৈত্তিরীয় ও যাজসনেয়ী সংহিতাও কহে । ইহার শাখার নাম তৈক্তিরীয, মাধ্যদিন ও কাং। কৃষ্ণযজুৰ্ব্বেদের ব্রাহ্মণ তৈত্তিরীয, এবং শুক্লযজুৰ্ব্বেদের শতপথ ব্রাহ্মণ। কৃষ্ণযজুৰ্ব্বেদের ও ব্রাহ্মণের টীকাকার সায়নমাধব এবং শুক্লযজু পণ্ডিতবর vআনন্দচন্দ্র বেদান্তব্যগীশের অনুবাদিত শ্ৰীমদ্ভাগবত ।