পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেদ । S Se) স্বর্ণময় রথে করি আরোহণ, এস এস ইন্দ্র এ মর্ত্য-ভবন । করুক সারথি রথ সঞ্চালন বেগে বজ্রনাদে বিমানপথে । ক্রস্ত ব্যস্ত হয়ে স্বরবালা-দলে বিস্ময়-উৎফুল্ল-লোচনে সকলে, হেরিবে তোমায় স্থবৰ্ণরথে । مجو ব”সো দর্ভাসলে লও উপহার অন্নব্যঞ্জনাদি বিবিধ প্রকার, গন্ধদ্রব্য নানা—সোম—সুধাধার ( দেবেৰ ছল্লভ অপূৰ্ব্ব ধন ) করযোড়ে মোরা তোমারে আহবান করিতেছি, শুনি এই স্তবগান বিপক্ষেব ভয় কব ভঞ্জন । శ్రీ অর্তাব কাতরে আমরা এখন লয়েছি তোমার চরণে শরণ । কর দেব কর অভীষ্ট সাধন, স্বধা-সোমরস করিয়া পান । জয় জয় দেব বজ্রনাদ কর; বিপক্ষেব ভয় আমাদের হর— তব যশ মোরা করিব গান।