পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক রহস্য। প্রথম ভাগ । প্রথম অধ্যায় ৷ ভারতবর্ষের পুরাবৃত্ত সমালোচন। * ভারতবর্ষের প্রকৃত ইতিহাস নাই, এ কথা সকলেই মুক্তকণ্ঠেস্বীকার করিয়৷ থাকেন। প্রাচীন রোমক এবং গ্রীকৃগণ পুরাবৃত্ত-রচনায় অতীব নিপুণত। প্রকাশ করিয়া গিয়াছেন ; কিন্তু হিন্দুরা কাব্যপ্রিয়, তাছার প্রকৃত ঘটনাসমূহ অলৌকিক বর্ণনায় এত পরিপূর্ণ করিয়াছেন যে, তাহা হইতে সারভাগ উদ্ধৃত করা নিতান্ত দুঃসাধ্য। ইতিহাস-নিচয় গদ্যে রচনা করাই বিধেয়, পস্তে কোন প্রস্তাব রচিত হইলে তাহ নানা অলঙ্কারে ভূষিত করিতে হয়, সুতরাং তাছ অত্যুক্তি দোষে দুষিত হইয়া থাকে। হিন্দুরা অভিধান, চিকিৎসাশাস্ত্র, ইতিহাস প্রভৃতি যে সকল প্রস্তাব গদ্যে রচনার যোগ্য, তৎসমুদয় কণ্ঠস্থ রাখিবার জন্য শ্লোকে রচনা করিয়া গিয়াছেন। গদ্যে যে সকল বিষয় সৰ্ব্বসাধারণের পক্ষে সুগম হয়, পদ্যে সে সকল বিষয় সেরূপ হয় না । পুরাণনিচয় আমাদিগের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস ; তাহা এত অসার, অযৌক্তিক এবং কাল্পনিক বিবরণে পরিপূর্ণ যে, তাছার মধ্য হইতে অণুমাত্র সত্য পাওয়া যায় কি না সম্বেছ এবং পুরাণের পরস্পর মতভেদ ও অসামঞ্জস্ত থাকা প্রযুক্ত তাহাতে কোন প্রকারে বিশ্বাস স্থাপনের পথ নাই। হিন্দুর প্রকৃত ইতিহাস-রচনা-প্রণালী জানিতেন না বলিয়া আমরা মহাবীর ও পণ্ডিতগণের জীবনচরিত সংগ্ৰহ করিতে পারি না । চৈতন্যদেব, জয়দেব গোস্বামী, গৌড়েশ্বর সেন-রাজগণ আমাদিগের দেশে

  • লঘু ভারত। কলীতিহাস—১২ খও । জীগোবিন্সকান্ত বিদ্যাভূষণ প্রণীত। বোরালিয়৷ তমোম ৰত্রে মুজিত ।