পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৬ ঐতিহাসিক-রহস্য —দ্বিতীয় ভাগ । বৃক্ষ রোপিত হয়। এই বটবৃক্ষ এপর্য্যন্ত সজীব আছে। ইহার বয়ঃক্রম এক্ষণে ২১৬৪ বৎসর । বুদ্ধদেবকে স্মরণ রাখিবার জন্ত বৌদ্ধগণ এইরূপ নানা উপায় অবলম্বন করিয়াছিলেন। তাহার মধ্যে বুদ্ধদেবের দত্ত একাল পর্য্যন্ত প্রসিদ্ধ। এই দত্ত দেখিবার জন্য প্রিন্স অব ওয়েলা সিংহলের মন্দিরে অতি সমারোহের সহিত গমন করিয়াছিলেন । উহা কানীর মালিগাওয়া মন্দিরে অতি যত্নের সহিত রক্ষিত আছে। ব্ৰহ্মদেশের রাজদূতগণ ইয়ুরোপ হইতে প্রত্যাগত হইয়া এই মনির ভক্তির সহিত প্রদক্ষিণ করিবার জন্ত সিংহলে গমন করিয়াছিলেন। একাল পৰ্য্যন্ত বৌদ্ধগণ এই মন্দিরে বুদ্ধদন্তদর্শনাভিলাষে গমন করিয়া থাকে। এই দন্তের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা যাইতেছে । • বুদ্ধের এই দন্তের ইতিবৃত্ত বিবিধ পালিগ্রন্থে লিখিত আছে। তাহার মধ্যে @ ংশ” বা “দাতধাতু বংশ” অতি প্রাচীন এবং বিস্তীর্ণ, তাহ সিংহলদেশীয় প্রাচীন ইলুভাষায় ৩১০ খ্ৰীষ্টাব্দে রচিত হইয়াছিল। এই গ্রন্থ এক্ষণে স্বপ্রাপ্য নছে ; ইহার পালিভাষায় ধৰ্ম্মকীত্তিথের দ্বারা অনুবাদিত “দাতবংশই” প্রসিদ্ধ ও প্রচলিত। দাতবংশের রচনা অতি মনোহর এবং প্রাঞ্জল । অনুরাধাপুরের পালতীলগরের রাজ্ঞী লীলাবতীর রাজ্যশাসনকালে ১১৯৭ খ্ৰীষ্টাব্দে ধৰ্ম্মকীক্তি বর্তমান ছিলেন। “তিনি দাতবংশ” ভিন্ন চন্দ্রগোমিকৃত সংস্কৃত ব্যাকরণের টীকা, ও পালি বিনয় ও অন্ধুত্তর গ্রন্থের টীকা এবং বিনয়সঙ্ঘনামক গ্রন্থ প্রস্তুত করিয়াছিলেন.। মহাবংশে দাতবংশের ও বুদ্ধদস্তের উল্লেখ দেখিতে পাওয়া যায়। যথা,-- নয়মিত স অসাম্ভি দাতধাতুম মহা মহেগিণে । ব্রাহ্মণি কচি অঘায় কলিঙ্গমহ ইধান্য ই। দাতাধাতু সয়ন সন্মহি উত্তেন উধিনী সতন। গছেত্ত বহু মন্নেন কটয়া গমনম্ উত্তমনম্ ॥ পক্ষিপিত্ত করণগুমি হি উসিদ্ধ ফলিকুম্ভয়ে । দেয়ানন পিয়তীৰ্ম্মেন রাজ উত্তমহি করোতি ॥ ধৰ্ম্মচক্কেল্প গিহে অঙ্গয়ক্তিমৃ মহোপতি । ততোপট্রেয়তন গেহন্‌ দাৰ্থ ধাতু বরণ আহু ॥ এই সকল শ্লোকের মৰ্ম্মাম্বুবাদ এইরূপ — উাহার ( ক্রমেঘবাহনের ) নবমবর্ষ রাজ্যশাসন সময়ে দান্তবংশের বর্ণি৫