পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈনমত-সমালোচন । ‘LGO তীর্থনাথ । এতদ্ভিন্ন গ্রন্থকর্তার স্পষ্ট পরিচয় নাই । ইহার টীকাকায়ও বিশেষ পরিচয় দেন নাই। তিনি বলেন গ্রন্থকর্তার নাম ভোজ । ইহাতে লিখিত আছে— “তেষাং বিনেয়লেশেন ভোজেন রচিতোক্তিভিঃ। পরঞ্চাত্মপ্রবোধাৰ্থং দ্রব্যামুযোগতর্কণ ॥” র্যাহারা জৈনমুনি—তাহাদের ক্ষুদ্র শিষ্য ভোজ কর্তৃক আপন এবং পরের আত্মজ্ঞানের নিমিত্ত দ্রব্যামুযোগতর্কণা প্রকট করা গেল। এই শ্লোকের ব্যাখ্যার স্থলে লিখিত আছে— “ভোজেতিসঙ্কেতেন সন্দর্ভকুৰ্বনামনিদর্শনমিতি ।” অর্থাৎ ভোজ এই সঙ্কেজে সন্দর্ভকৰ্ত্তার নামও ভোজ। গ্রন্থের প্রারম্ভ বাক্য যথাWikitanvirBot (আলাপ) “ঐযুগাদিজিনং নত্ব কৃত্ব ত্রগুরুবননম্। আত্মোপকৃতয়ে কুৰ্ব্বে দ্রব্যামুযোগতর্কণামূ৷” শ্ৰীযুগ প্রভৃতি জিন কুলকে নমস্কার করিয়, ঐগুরু দেবকে বন্দনা করিয়া আপনার উন্নতির নিমিত্ত দ্রব্যামুযোগতর্কণ নিৰ্ম্মাণ করিলাম। দ্রব্যামুযোগতর্কণ এবং তটীকাঞ্ছত জৈনগ্রন্থের নামাবলি– পঞ্চকল্প ( ভাষ্য গ্রন্থ ), ধৰ্ম্মদাস (গ্রন্থকার ), তত্ত্বার্থ সন্মতি, ষোড়শ বাকু, উপদেশমালা, প্রবচনসার, ললিতবিস্তর, বিংশতি, সন্মতিগ্রন্থ, অৰ্হৎপ্রবচন সংগ্ৰহ, আচারাঙ্গ, দ্রব্যসংগ্রহগাথা, নয়চক্র, ধৰ্ম্মসংগ্ৰহণীস্বত্র, হরিভদ্র স্থরিকৃত ধৰ্ম্মসংগ্ৰহণী টাক, তত্ত্বার্থ ভাষ্য, দ্রব্যার্থিক নয়, সিদ্ধসেন ও দিব|কর (গ্রন্থকার ), আচারস্বত্র, ঋজুত্ৰ, উত্তরাধ্যয়ন, নয়গ্রন্থ, যোগদৃষ্টিসমুচ্চয়, মহানিশীথস্বত্র, বৃহৎকল্পগাথা । দ্রব্যান্থযোগতর্কণী পঞ্চদশ অধ্যায়ে গ্রথিত । এখানি শ্বেতাম্বর জৈনমতের গ্রন্থ, কেননা ইহাতে দিগম্বর মতের খণ্ডন আছে এবং ঋষভ নাথকে সমধিক মান্ত করা হইয়াছে। জৈনমতে দ্রব্য বা পদার্থ ৬। হিন্দুদার্শনিকদিগের মধ্যে যেমন কেহ ১৬, কেহ ১৪, কেহ ৭ পদার্থ স্বীকার করিয় তাহারই বিভূতি এই জগৎ,