পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোপদেব ও শ্ৰীমদ্ভাগবত বোপদেবকে সংস্কৃত-বিদ্যাবিশারদ উইলসন সাহেব দেবগিরি ( দেওঘর বী দৌলতাবাদের ) অধীশ্বর হেমাদ্রির সভাসদ স্থির করিয়াছেন ৪ এবং আমরাও তাহাই প্রামাণিক বিবেচনায় বহু দিবস হইল একট প্রস্তাবে লিখিয়াছিলাম , কিন্তু সেট এক্ষণে ভ্রমপুর্ণ বোধ হইতেছে। তজ্জন্তই আমরা অদ্য বিবিধ সংস্কৃত গ্রন্থ আলোচনা পূৰ্ব্বক, বোপদেবের বিবরণ স্বতন্ত্ররূপে লিপিবদ্ধ করিতে প্রবৃত্ত হইলাম। উইলসন সাহেবের দ্যায়, শ্ৰীযুক্ত পণ্ডিত ভরতচন্দ্র শিরোমণিও বোপদেবকে হেমাদ্রির দানখণ্ডের ভূমিকায় হেমাদ্রির পার্ষদ বলিয়াছেন। যথা “হেমাদ্রিরপি স্বয়ং নৃপতিঃ যন্ত সভাপণ্ডিতে মহামহোপাধ্যায়ঃ শ্ৰীবোপদেব আসীৎ, অমুমীয়তে পক্ষবস্বধরেলুমিতে শকসম্বৎসরে দ্বিত্রদিবৎসরমুনাধিকোন সমজনিষ্ট।” শিরোমণি মহাশয় পুনশ্চ লিথিয়াছেন “সাম্প্রতং বিজ্ঞাপ্যতে, হেমাদ্রিস্তু দেবগিরিস্থযাদববংশ-মহারাজাধিরাজমহাদেব-চক্ৰবৰ্ত্তিনে রাজ্ঞো ধৰ্ম্মাধিকরণ-পণ্ডিত্ত আসীৎ।” ইহাতে হেমাদ্রিকে যাদববংশাবতংস মহারাজ মহাদেবের ধৰ্ম্মাধ্যক্ষ বলা হইয়াছে এবং চতুৰ্ব্বৰ্গচিন্তামণি-মধ্যে হেমাদ্রি যে স্বীয় পরিচয় দিয়াছেন তাহার সহিত ইহার ঐক্য আছে ; হেমাদ্রি কোন স্থলেই আপনাকে রাজা বলিয়া পরিচয় প্রদান করেন নাই। উইলসন সাহেব ও পণ্ডিত ভরতচন্দ্র শিরোমণি মহাশয় তাহাকে নৃপতি স্থির করিয়া বোপদেবকে যে তাহার সভাসদ বলিয়াছেন, এ বিষয় কোন প্রামাণিক সংস্কৃত গ্রন্থে দেখিতে পাইলাম না ; স্থতরাং আমরা ইহাতে কিছুমাত্র ঐতিহাসিক সত্য প্রাপ্ত হইতেছি না। হেমাদ্রি দানখণ্ডের প্রারম্ভে, আপনাকে মহারাজ মহাদেবের ধৰ্ম্মাধ্যক্ষ বলিয়া পরিচয় দিয়াছেন, এবং চতুর্বর্গচিন্তামণির প্রতি অধ্যায়ের শেষে এইরূপ লিখিয়াছেন। যথা—“ইক্তি শ্ৰীমহারাজাধিরাজ শ্ৰীমহাদেবন্ত সমস্তকরণ-ধীশ্বর-সকল-বিদ্যা-বিশারদ-শ্ৰীহেমাদ্রি • Vide Wilsou'e Wisbuu Puraua vol l. Preface, page L ( Trubwer Co.)