পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूमांब्र*ांण । ৩৩৫ রাজ্য করিয়াছেন। এইরূপে ১৯ও বর্ষে চেলুক্যকুলে ৭ রাজা হয়। তৎপরে এতদৌহিত্র সস্তানের চেলুক্যকুলে রাজ্য প্রাপ্তি হয়। চেলুক্য কান্তকুজীয় । তাহার নাম শ্ৰীভূয়ড় (প্রথমেই ইহার কথা বলা হইয়াছে), ভূয়ড়ের পুত্র কর্ণাদিত্য । তৎপুত্র চজাদিত্য, তৎপুত্র সোমাদিত্য , ইনি পরলোকগত হইলে চামুণ্ডরাজ রাজা হইয়া ১৩ বৎসর রাজ্য করেন। তৎপরে বল্লভরাজ ৬, তৎপরে ফুল্লভরাজ ১১াণ্ড মাস রাজ্য করিয়াছিলেম। ইহার পুত্র ভীম। এই ভীমের সহিত মুঞ্জের শত্রুত হইয়াছিল। ভীমের বৃদ্ধ রাষ্ট্ৰী বকুলদেবীর গর্তেম্ভব ক্ষেমরাজ । আর এক স্ত্রীর নাম উদয়মতী । ইহঁার সন্তান কর্ণদেব। ক্ষেমরাজ আর কর্ণদেবের পরম্পর রাম লক্ষ্মণের স্থায় সৌহৃদ্য ছিল। ক্ষেমরাজ কিছুকাল রাজ্য করিয়া কর্ণদেবকে রাজসিংহাসন প্রদান করেন। ইহার নামান্তর ভোগীকর্ণ। ইহার পুত্র জয়সিংহদেব। ধনেশ্বর সুরি ও মদনপাল কর্ণরাজের সাময়িক সভ্য। এই সকল পণ্ডিতের রাজাকে উপদেশ দিতেন— “অপ্যামুঙ্গরি তুম্বি অমুঙ্গরিতু তেহিং তি অবংসো অন্নে অভৰি অসতী অনুমোহন্ত্ররেজিন ভবণং।”

  • জিনা ভবসাইংঞ্জে মুঙ্গবস্তি ভক্তি পড়লী অপড়িষ্মাই, তেমুঙ্গবস্তি অপ্যং ভোমানুভব সমদাতু।”

“মাণিক্যহেমরত্বাদ্যৈঃ প্রাসাদান কারয়স্তি যে। তেষাং পুণ্যৈকমুৰ্ত্তীনাং কে বেদ ফলমুত্তমম্।” “কাষ্ঠদিীনাং জিনাবাসে যাবস্তঃ পরমাণবঃ। তাবস্তি বর্ষলক্ষাণি তৎকৰ্ত্ত স্বর্গভাগভবেৎ ” “নবীনজিনগেহস্ত বিধানে যৎ ফলং ভবেৎ। তস্মাদষ্টাদশগুণং জীর্ণোদ্ধারেণ জায়তে ॥” “জীৰ্ণোদ্ধারায় বিজ্ঞপ্তঃ স্বজনেন নৃপস্ততঃ। সুরাষ্ট্রোগ্রাহিত, * * * ভিন্নপুরং যযৌ ” ইহার সংক্ষেপ অর্থ এই যে, যাহারা মণিমাণিক্যাদি দ্বারা জিনদেবের প্রাসাদ অলঙ্কত করেন, তাহার সাক্ষাৎ পুণ্য-মূৰ্ত্তি এবং তাঁহাদের সেই সেই কার্যের ফলপরিমাণ কত, কে বলিতে পারে ? তৃণ কাষ্ঠাদি যাহা কিছু জিন-মন্দিরে প্রদত্ত হয়, দাতা তাহার প্রত্যেকের পরমাণু-সমসংখ্যক লক্ষ বর্ষ স্বর্গ ভোগ করে।