পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুমারপাল । \SS్స গারের পত্নপুর নগরের রাজকন্স পঘিনীকে বিবাহ করেন। মূলস্থানে ( মূলতান ) ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল। তাছার সঙ্গে ১••••• অশ্ব, ১••• গজ, ১৪• রথ, ১৮ লক্ষ পদাতি সৈন্ত ছিল। বীরচরিত্রে লিখিত আছে,— "জাগদমৈন্দ্রীমাবদ্ধং যাম্যমাসিন্ধু পশ্চিমম্। আতুরুষ্কঞ্চ কেীবেরং চেলুক্যঃ সাধয়িষ্যতি।” রাজা এক দিন মন্ত্রীদিগকে জিজ্ঞাসা করিলেন, “ঐসিদ্ধ রাজার, কি আমার গুণ অধিক ?” ইহাতে র্তাহার কুমারপালকে অধিক গুণবান বলিয়৷ তাহার সংগ্রামপটুতার বিশেষ সাধুবাদ করিয়াছিলেন। , কুষারপালের রাজ্যকালে হেমাচাৰ্য্য দ্বারা জৈনদিগের নিত্যকৰ্ম্মপদ্ধতিসম্বন্ধীয় অনেক নিয়ম প্রচারিত হয় । জৈনমতে মাংসভোজন বড় নিষিদ্ধ। ಇಇf– “জাতু মাংসং ন ভোক্তব্যং প্রাণৈঃ কণ্ঠগতৈরপি।” জৈনের রাত্রে আহার করে না। রাত্রের জল রুধির এবং অন্ন মাংসতুল্য জ্ঞান করে । “ত্যজামে ভোজনোদকে ” (হেমন্থরি। ) -জ্বয়ি চাস্তমিতে দেব আপে রুধিরমুচ্যতে ।” - এই স্কন্দ পুরাণের রচন লইয়া হেমজুরি উক্ত নিয়ম প্রচার করেন। অদ্যাবধি জৈনেরা বৈকালে আহার করে, রাত্রে ভোজন করে না । জৈনদ্বিগের মতে জৈন মুনিরাই বৈষ্ণব, আর কেছ বৈষ্ণব নাই। কুমারপাল হেমকুরির উপদেশক্রমে অনেক জৈন মন্দিরের জীর্ণসংস্কার করিয়াছিলেন। তিনি ১২১১ সম্বৎ বর্ষে হেমস্বরি দ্বারা প্রতিষ্ঠা করাইয়া ত্রিভুবনপালনামক বিহার স্থাপন করেন। হেমাচাৰ্য্য কছেন “বাগতটং মন্ত্রিণমুচুঃ” কুমারপালের বাগভট্টনাম মন্ত্রী ছিলেন। ইনিই প্রসিদ্ধ জৈন অলিঙ্কারিক বাগভট্ট। ইহঁর কৃত অলঙ্কার গ্রন্থ ও অলঙ্কারতিলক বৃত্তি জৈনসাহিত্য-সংসার উজ্জ্বল করিয়া রহিয়াছে। কুমার এই সকল দেশে অমারিপটছ অর্থাৎ অহিংসা ঘোষণা করিয়াছিলেন। কর্ণাট, গুজর, লাট, সৌরাষ্ট্র, কচ্ছ, সৈন্ধব, উচ্ছ, তন্তেরী, মালব, মারব, কোঙ্কন, স্বরাজ্য, কীব, জনোদর, সপাদ, লক্ষ, মিবাড়, দীপাক্ষ, আভীর্যক্ষ, কুমারগিরি, কাশী ও গীজনী প্রভৃতি দেশে কোথাও বিনয়, কোথাও ব৷