পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাপতি বিহলশ । ৩৪৭ পুনরায় কবি কাশ্মীর-রমণীসম্বন্ধে লিখিয়াছেন— “দৃষ্ট, যস্মিন্নভিনয়কলাকৌশলং নাটকেৰু 球、 ন্মেরক্ষীণাং মস্থণকরুণাসঙ্গদত্তাঙ্গহারম্। রম্ভ। স্তম্ভং ভজতি লভতে চিত্ৰলেখা ন রেখtং নূনং নাদ্যে ভবতি চ চিরং নোৰ্বণী গৰ্ব্বশীল৷ ” অর্থাৎ যে কাশ্মীর-ফুল্লাহ্মীদিগের অঙ্গভঙ্গী দেখিলে রম্ভ। লুক্কায়িত ছন, চিত্ৰলেখার রেখাও থাকে না, উৰ্ব্বশীর গৰ্ব্বও খৰ্ব্ব হয়। তিনি কাশ্মীরীয় কাব্যের অত্যন্ত স্বখ্যাতি করিয়া বলিয়াছেন “যে স্থান হইতে প্রকৃতি-সুন্দর কাব্য ও কুস্কুম উৎপন্ন হইয়া জগতের বল্লভ ও চুলত ছইয়া আছে।” যথা— “কাব্যং যেভ্যঃ প্রকৃতি-সুভগং নির্গতং কুঙ্কুমঞ্চ । —উৎকর্ষাদ্ভবতি জগতাং বল্লভং দুর্লভঞ্চ ॥” কাশ্মীরের প্রসিদ্ধ সৌধনিচয়ের মধ্যে ভট্টারক মঠ, হলধরনিৰ্ম্মিত অগ্রহার, ক্ষেম-গৌরীশ্বরের মন্দির, সংগ্রাম-ক্ষেত্র মঠ, রাজ-প্রাসাদ প্রভৃতির এই সর্গে উল্লেখ আছে। বিহুলণ, গয়রের বর্ণনা করিয়া তাহার সমসাময়িক কাশ্মীরাধিপতিগণের বিষয়ও লিপিবদ্ধ করিয়াছেন। প্রথমে কাশ্মীবের বাজ অনন্তদেবের বিষয় লিখিয়াছেন। অনন্তদেব রামবংশীয় । তিনি অসীম পবাক্রমপ্রভাবে দরদ ও শকগণকে দমন করিয়া গঙ্গার তীর পর্য্যস্ত যুদ্ধ যাত্রা করিয়াছিলেন এবং চম্পা, দর্ডভিসর (বিদর্ডসর ) ও ত্ৰিগৰ্ত্তে স্বীয় শাসন-প্রণালী স্থাপন করেন। তাঁহার রাজ্ঞীর নাম মুভট । ইনি অতিপুণ্যশীল ছিলেন। তাহার দ্বারা একটা বিদ্যালয় ও বিতস্তার তীরে শিব-মন্দির প্রতিষ্ঠিত হইয়াছিল। রাজী-ভ্রাতা লোহরাধগুল বা ক্ষিতিপতি ক্ষত্রিয় মধ্যে অতি তেজস্বী এবং ভোজের স্থায় সুপণ্ডিত ছিলেন। তিনি বিষ্ণুভক্ত ছিলেন এবং সৰ্ব্বদা বৈষ্ণবগণ দ্বারা পরিবেষ্টিত থাকিতেন। নৃপতি অনন্ত দেবের ঔরসে ও রাজী স্বভটের গন্তে কলশরাজ জন্মগ্রহণ করেন। তিনি শৌর্যবীৰ্য্যশালী নৃপতি ছিলেন এবং জয়পীড়ের স্থায় কাশ্মীরমণ্ডলে খ্যাত হইরা কুরুক্ষেত্র পর্যন্ত স্বীয় অধিকার বিস্তার করিয়াছিলেন। তাহার হর্ষ, উৎকর্ষ ও বিজয়মল্প নামক নানাগুণ-সম্পন্ন তিন পুত্র হইয়া